একদল দুরন্ত শকুন
উড়তে লাগল আমার চারপাশে,
বোয়িং বিমানের মত।
আচমকাই ছোঁ মেরে
আমকে তুলে নিয়ে গেল মাটি সমেত।
আমি ছোট্ট একটা বীজ, ছোট্ট একটি দানা
যার মাঝে লুকিয়ে ছিল বটবৃক্ষের সম্ভাবনা।
আমাকে গিলে খেলনা, ফেলে দিল ঠোঁট থেকে,
বাতাসরে তোড়ে ঝড়ের বেগে
এসে পড়লাম এক অচেনা গহীনে।
এরপর একে একে
চড়ুই-শালিক-কাক সকলেই,
সকলেই প্রয়োজন মত ঠুঁকরে নিয়েছে আমায়।
ঠোঁকরে ঠোঁকরে কোথা হতে কোথায় চলে এসছেি !
ক্ষত-বিক্ষত হয়ে আছে আমার পুরোটা,
এভাবেই পড়ে আছি সময়ের এক বিশাল অরণ্যে,
যেখানে আলো নেই - আছে আঁধার,
নাগালে, খুব নাগালে।
তবু অপেক্ষা এক পশলা বৃষ্টির
আবার অঙ্কুরিত হব বলে।
উধাও ভাবুক
২৭/০৯/২০১৪
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬