বিয়ে আমাদের মুসলিম সমাজের একটি অপরিহার্য অংশ ৷বিয়ে হচ্ছে সারা জীবন আমাদের একটি বন্ধনে আবদ্ধ হওয়া ৷ কিন্তু আমাদের সমাজে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত টিই গুরুত্ব সহকারে দেখা হয় বলে আমি মনে করিনা ৷
লাভ ম্যারেজ নিয়ে আমাদের সমাজে বেশীর ভাগেরই হীনমন্যতা কাজ করে ৷ আচ্ছা ৭-৮ বছর ভালোবাসার সম্পর্কের পরও যদি দুটো মানুষের ভবিষ্যতের গ্যারান্টি পরিবার না পায় তাহলে পরিবার যখন মাত্র ১০ দিনের পরিচয়ে ঘটক কে বিশ্বাস করে ফেলে, ঘটকের উপর ছেড়ে দেয় সারাজীবনের সিদ্ধান্ত তা কী উচিত?
বিয়ে শুধুমাত্র ২ টি মানুষের ই বন্ধন নয়, তার সাথে জড়িত ২ টি পরিবারের বন্ধন ৷
আচ্ছা পরীক্ষা দিতে গিয়ে কেও কী কখনো খারাপ দিবে নিয়ত করে??
ঠিক তেমনি যখন আমরা মেয়ে/ছেলে দেখতে যাই পরিস্থিতি টা হয় পরীক্ষার মতো ৷ তাই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত মাত্র গুটি কয়েক পরীক্ষার ফলাফলেই নেওয়ার পক্ষে আমি নই ৷
এবার আসি ইসলামিক দৃষ্টিতে ভালোবাসার কথা নিয়ে ৷ ভালোবাসা হারাম নয় তবে বিয়ের পূর্বে ভালোবাসা হারাম ৷ আচ্ছা ধরুন বিয়ে হলো পারিবারিক ভাবে, কিন্তু পরবর্তীতে ভালোবাসা টা কোনো কারনে আর সৃষ্টি হলোনা ৷ তাহলে?
আবার ছেলে/মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমরা যখন সিদ্ধান্ত নেই ভালোবাসা হারাম এই তত্ব টা পরিবার মানলেও ছেলে/মেয়ে ইমানি দৃষ্টিতে সুষ্ঠ কিনা তা পর্যালোচনা করিনা, এই ক্ষেত্রে পরিবারের ভ্যালু অতবা ছেলের টাকা অথবা মেয়ের গায়ের রঙ টাকেই বেশী গুরুত্ব দেওয়া হয় ৷ এই সময় টিতে পরিবারের কাছে হারাম/হালাল বলতে কিছু থাকেনা ৷
ডিভোর্স বিয়ের ই একটি অংশ, ভালোবাসার বিয়েতেই যে শুধু ডিভোর্স হয় এমন কিন্তু নয় ৷
পারিবারিক ভাবে বিয়ে গুলোতেও ডিভোর্স হয় কিন্তু তা মনের ৷ পারিপার্শ্বিক চাপে ছেলে/মেয়ের আজীবন একটা সম্পর্ক টেনে নিতে হয়, যেকারনে আমরা অন্তর্নিহিত সত্য টা আর জানতে পারিনা ৷
কোনো ক্ষেত্রেই শুধু বাহ্যিক রুপ টাই সত্য নয় ৷ আমাদের জানতে হবে গহীনের কথা ৷ ভালোবাসার সম্পর্কের ছেদ নিয়ে আমরা কথা বলতে বেশী পছন্দ করি কারন আমাদের সমাজে ভালোবাসার বিয়ে তে পরিবার সম্মান হানি হয়,সাথে সাথে ছেলে এবং মেয়ের ও ৷ তাদের আর কোনো সম্মান অবশিষ্ট থাকেনা ৷
আবার প্রেমের বিয়ের ক্ষেত্রেও ছেলে এবং মেয়েকে নিজেদের পরিবারের মানসিকতা বুঝেই সিধান্ত নেওয়া ভালো,যেনো পরিবারের উপর ও অত্যাচার না হয়।
অবশেষে ভালোবাসা হোক বা পারিবারিক, প্রতিটি ক্ষেত্রেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত টা অন্তত ধীরে সুস্থ্যে নেওয়াটাই কাম্য ৷
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩