আমরা বিশ্বাস করি আমাদের ইতিহাস গুলোকে শুধু প্রকাশ করে যেতে হবে। ছড়িয়ে ছিটিয়ে রেখে যেতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একদিন তারাই এখান থেকে বের করবে পূর্নাঙ্গ সত্য।
গত চল্লিশ বছর আমরা এগুলো শুধু গোপনই করে এসেছি। আর নয় এবার সত্যের জয়ের পালা।প্রতি বছর ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ উপজেলা পর্যায়, জেলা পর্যায়, জাতীয় পর্যায় উইএনও, ওসি, ডিসি, এসপি, গন্যমান্য ব্যক্তিবর্গ মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে গাল ভরা বক্তব্য দেয়, কিন্তু এবার থেকে আমরা এধরনের আয়োজনে সবচেয়ে পেছনে জুবুথুবু বসে থাকা সাধারন মুক্তি যোদ্ধাদের কাছ থেকে তাদের ঘটনা গুলো শুনবো। সে গুলো শোনা হবে, অডিও হবে, ভিডিও হবে আর রেখে দেয়া হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখনও আমাদের সময় আছে ইতিহাসকে সরাসরি প্রিজার্ভ করার।