এই পরবাসে সব সময় আমার সঙ্গী হয়ে আছে http://www.radiodhaka.net দেশে থাকতে এফ,ম রেডিও শুনতাম কিন্তু অতটা মনযোগ হয়ত পেত না... কিন্তু এখন প্রতিটি ক্ষণ আমার হেড ফোনে বেজে চলেছে দেশের প্রথম ইন্টারনেট রেডিও চ্যানেল রেডিও ঢাকা... একটা বিশাল থ্যাংকস...
আমি আসলে অলটাইম বেশি প্যাচাল পারি... ফলে শিরোনাম যা দেই তার চেয়ে ১০০ হাত দূর দিয়ে যাই... ইউটার্ন ( ব্লগার না কইলাম) নিয়ে ফিরে আসতে বিয়াপক কষ্ট হয়... সে যাই হোক কথা বলছিলাম শচীন কর্তাকে নিয়ে .... আজকে হঠাৎ শুনলাম শচীন দেব বর্মনের তিরোধান দিবস... তারপরই হয়ে পড়লাম নস্টালজিক....
শচীন কর্তার গান শুনে আসছি সেই ছোটবেলা থেকে... আমার দাদুর মত উনার এত বড় ফ্যান মনে হয় কমই আছে. .. সেই ল্যাদাকাল থেকে উনি উনার প্রিয় নাতিকে নিয়ে শচীনের গান ছেড়ে নৃত্য করতেন.. ... আহা কি সব দিন ছিল... দাদুভাই তোমাকে খুবই মিস করছি.. .. তুমি হয়ত এই ব্লগ দেখবে না কিন্তু এই লেখাটা তোমাকেই উৎসর্গ করলাম... শৈশবে গান গুলো ছিল নিছক গানই... কিন্তু এর আবেদন আমার কাছে ভিন্ন হয়ে গেল যখন প্রেমে পড়লাম.. .. আহা প্রতিটা শব্দ যেন ভালবাসার সরবোর... :#>
ওক্কে প্যাচাল বন্ধ এই বার শচীন কর্তার সেই রকম কিছু গানে বুঁদ হয়ে যায় চলেন... আজকে আমি একা একাই নৃত্য করব ... সঙ্গী হবেন কি??
শোন গো দক্ষিণ হাওয়া
নিটোল পায়ে রিনিক ঝিনিক
মন দিল না বধু
ঘুম ভুলেছি অথবা হাম বেখুদি
তুমি এসেছিলে পরশু
আমার আরেকটা প্রিয় গান আছে বাঁশি শুনে আর কাজ নেই ... সে যে ডাকাতিয়া বাঁশি... লিংক পেলাম না... কেউ পারলে একটু অনুগ্রহ করে দিয়ে দিবেন ....