স্বার্থ! মানবজীবনের অনেক বড় উপাদান। প্রায় প্রতিটা করা কাজের পিছনেই কোন না কোন স্বার্থ জড়িত।
স্বার্থের পেছনে ছুটে যদি স্বার্থ স্বিদ্ধি হয়,তবে তার ফল হয় সুমিষ্ট।
স্বার্থের মধ্যে আবার দুই ভাগ আছে। ১.নিজের স্বার্থ ২.পরস্বার্থ।
২য় শ্রেণির মানুষের সংখ্যা কম তবে পশুর সংখ্যা নেহাত কম নয়।
/
আজ দশম শ্রেণি পড়ুয়া ছেলেটা স্কুল পালিয়ে জয় বাংলা বলে স্রোগান দিতে যায়। এর পেছনের স্বার্থটা অনেক লম্বা এবং লোভাতুর। তার প্রথম স্বার্থ থাকে টাকা উপার্জন। একবার তা করার পর তার সাখে যুক্ত হয় নিজেকে মেলে ধরার। প্রভাব খাটানোর। সবার সামনে নিজেকে উচুতে তুলে ধরার চেষ্টা। নেতা হওয়াই লক্ষ্য। দেশেন উন্নয়ন,হেন তেন কিছুই নয়, সবই নিজেকে মেলে ধরার প্রয়াস।
আবার আমরা প্রায়শই নিঃস্বার্থভাবে ভিখারিদের ভিক্ষা দেই। মুখে কিন্তু বলি স্বার্থ ত্যাগ করার কথা, কিন্তু মন ঠিকই দোয়া চেয়ে নেয়। স্বার্থের বিনিময়েই দান দিচ্ছি,তবু বলি নিঃস্বার্থভাবে।
/
আবার একটি মেয়ে তার ভবিষ্যত জীবনের স্বার্থের কথা ভেবে সমবয়সী ছেলেটার সাথে চলা ৫,৬ বছরেরর সম্পর্ক ভেঙ্গে দিতে খুব একটা কষ্ট হয় না। শুধু স্বার্থ। অদূর ভবিষ্যতের স্বার্থ।
আজ যে ছেলেটা তার প্রিয় মানুষটির পেছনে ছুটছে, সেও তার ভবিষ্যতটুকু আনন্দে কাটাবার স্বার্থে ছুটে বেড়াচ্ছে। নিজের ভবিষ্যতের কথা ভেবে তার এ কাজ।
/
কিছু মানুষ থাকে, রাত-দিন যে কোন সময়েই ছুটে যায় রক্ত দানের লক্ষ্যে। এদের স্বার্থ দ্বিতীয়
শ্র্রেণির মানুষদের কাতারেই পড়ে। পরের জীবন বাচানোর স্বার্থই তাদের মূল লক্ষ্য। পরস্বার্থ!!!
আরেক প্রজাতির প্রাণি আছে। এরা দু'জন বিপরীত কিন্তু এক। কিছুটা বিব্রত হলেন তো কথায়? এরা হলো মা-বাবা। সবসময় সন্তানের সুখের জন্যে সব কাজ করে থাকে। সন্তানের জীবন সুন্দর করার এক স্বার্থ তাদের মধ্যে জুড়ে বসে আজীবন। শুধু যে মানুষ তাই নয়। পশু-পাখির ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য লক্ষণীয়। সন্তানের সুখের স্বার্থ সিদ্ধিই তাদের মূল লক্ষ্য। পরের স্বার্থ নিয়ে এরা বেচে থাকে। পরস্বার্থ!!!
||
মানুষ সৃষ্টির সেরা জীব।এক কথায় মানুষের সাথে কোন কিছুর তুলনা হয়না। এই মানুষেরাই যদি মাঝে মাঝে নিজের স্বার্থের পাশাপাশি পরের কথাটা ভাবে, তাহলে স্বার্থপর নামের কর্কশ শব্দটা হয়ে উঠে মধুর ভাবার্থপূর্ণ পরস্বার্থ।
মানুষের মন খুশি করার ক্ষমতা সবার থাকে না। কিছু মানুষ থাকে নিজের স্বার্থ পরে ভেবে অন্যের কথা ভেবে বেড়ায়। আজকের এ "উন্নত" দুনিয়াা তারা নেহায়েত বোকা।
©
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ দুপুর ১:০৩