বিষফোঁড়াগুলো স্ববেগে বেড়ে ওঠে,
টিপে দিলে গলে যায়, পুজ বের হয়-
বের হয় না শেকড়।
তাই একটা থেকে অগনিত বিষফোঁড়ার
চাষাবাদ চলে; বন্ধা সময়ে।
সময়ের মহাজনের আপন প্রয়োজনে।
অতঃপর, তারপর এবং সবশেষে, অবশেষে
বিষফোঁড়াদের স্তুতি সংগীত ভিউগলে বেজে ওঠে ।
মহাজন শীতনিন্দ্রায় বেয়ে বেয়ে উঠে যায়
এক, দুই , তিন অথবা লাখো সিড়ি উপরে।
আর জোর যার মুল্লুক তার বলে যায় স্বজোরে।
(০৬ অক্টোবর ২০১৪, পল্টন)