চারপাশে শুধু যুদ্ধ আর যুদ্ধ মানুষ ভালো নাই। শুধু ফেসবুকের ভিতরেই ঢুকলে দেখা যায় যে সবাই সুখী আছে তাই মাঝে মধ্যে ফেসবুকে ঢুকি।
গত সাড়ে তিন বছর ধরে বাসা থেকে কাজ করতে করতে কেমন যেন হয়ে গেছি আমি, নিজেকে এখন অনেক অন্যরকম মনে হয়। আগে যদিও বাইরে যাওয়া হত মানুষের সাথে কথা বলা হত এটা ওটা দেখতাম রাস্তায় ভালো লাগতো, কিন্তু এখন শুধু ইউটিউবের মাধ্যমে দুনিয়াটাকে দেখা হয় আমার, তারপরও চেষ্টা করি শনিবার রবিবার পরিবার কে সাথে নিয়ে বের হবার।
কেমন যেন হয়ে গেছি আমি ছবি তুলতে ভালো লাগেনা, কখনো কল্পনাও করি নাই যে এমন হবে মাঝে মাঝেই পুরাতন ছবিগুলো বের করে দেখার চেষ্টা করি ভুলগুলো শুধরানোর চেষ্টা করি কিন্তু এখন আর ক্যামেরা হাতে নিতে ভালো লাগে না কেমন যেন একটা অবসাদগ্রস্ত মন শরীর।
আমি জানিনা কেন হচ্ছে এমন আমার সাথে, আমি কোন পথ খুঁজে পাচ্ছি না এখান থেকে বের হয়ে আসার, এক বড় ভাইয়ের সাথে কথা বললাম উনি বলল দেশে যাও দেশে থেকে ঘুরে আসো কিন্তু ইচ্ছে করছে না, শেষবার যখন দেশে গেলাম, দেখলাম সবার জীবনে সমস্যা সবাই সবার সমস্যার কথা একটু আধটূ বলল তাতে দেখলাম কেউ আসলে ভালো নেই।
প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে আমি একটু বই পড়ার চেষ্টা করি কিন্তু ইদানিং বইও পড়তে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে না, সিনেমা দেখতে ভালো লাগে না কোন কিছুই ভালো লাগেনা, কি করতে পারি আমি এমন অবস্থায়? কেমন যেন একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি।
যাই হোক সবাই ভালো থাকবেন, এখন থেকে একটু আধটু লেখার চেষ্টা করব, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুইটা ছবি দিয়ে পোষ্ট টা শেষ করছি, কেমন লাগলো জানাবেন।
২০১৭ সালে তোলা এই ছবিটা, আমাদের গ্রামের বাসার পুকুরের।
পুকুরের মধ্যে যে শিমুল ফুল গুলো দেখছেন সেগুলো এই গাছের।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:২৯