যানজট নিয়ে একজন অর্বাচীন নগর পরিকল্পনাবিদের ভাবনাঃ পর্ব-৩
এবার সমাধানযাত্রা?
আমি আগেই বলেছি- যানজট সমাধানযোগ্য একটা সমস্যা। সমাধানের লক্ষ্যে আগে এ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে চাইতে হবে। যোগ্য সেট-আপ তৈরি করতে হবে। এক্সপার্ট দিয়ে প্ল্যান করাতে হবে। তারপরে গুরুত্ব (সবচেয়ে) দিয়ে সেটাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট না করলে সেই পরিকল্পনা করে কোন লাভ নাই।
ডিটেইল্ড এরিয়া প্ল্যানের উপসংহারে-ও একই কথা বলা... বাকিটুকু পড়ুন