জীবন টা বড় বিচিত্র। মাঝে মাঝে স্বপ্নের মাঝে হতাশা খেলা করে, খেলা করে চোখে ধুলো মাখা পথ! আজকাল হাটতে হাটতে ধুলোর খেলা দেখতে বেশ লাগে, মাঝে মাঝে ধুলোর সাথী হয় ঝরে পরা দু কি একটি পাতা।
চারপাশের মানুষ গুলোর অবস্থার অন্য রকম বলেই হয়তো..... না থাক কিছু না।
আজ অনেক দিন পর.......,
একটা মানুষ কে খুব দেখতাম। কেউ তাকে বুঝতে চাইনি, আসলে সেই মানুষ টা নিজেকে প্রকাশ করেনি। কেউ বুঝতে চাইনি বলেই হয় তো ভুল বুঝে বসে আছে সবাই। আমাদের সংসার জগতের আপন মানুষ গুলো যখন সুখী না হয় তখন নিজের মধ্যেই দুঃখ অনুভব করে লুকিয়ে রাখে নিজেকে।
এক কথা বলতে গিয়ে বোধ হয় অন্য কথা বলে ফেলছি।
আসলে আজকাল আমি ছন্দ হারিয়ে ফেলছি, মাঝে মাঝে ভয় জাগে জীবনের ছন্দ হারিয়ে ফেলছি না তো!
ঐ মানুষ টার কথা বলি যে মানুষ টা আজ চোখের জল কে ধরে রাখতে পারেনি, যে মানুষ টি বুঝতে পারেনি একটা সময় সে তার আপন জন কে হারাতে যাবে। হয় তো সেই কারনে চুপ করে বসে থাকে আর মাঝে মাঝে কেউ কিছু বললে উওর দেয় আমার লাইফ টা বোরিং লাইফ।
আজকে যখন আমি হাত টা ধরলাম তার, জানতে চাইলাম কেমন আছো তুমি? তারপর বলতে লাগল তার জীবনের কথা............
ওর মা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। অনেক কঠিন রোগ হয়েছে ব্রেন টিউমার। দিন দিন খুব অসুস্থ হয়ে পড়ছে......
মাঝে মাঝে নিজেই যখন চুপ করে থাকি তখন মনে কোন শব্দ যেতে পারে না, এই পৃথিবীর কোন শব্দ.... আমার মন তাতে সাড়া দিতে পারে না। অচল হয়ে থেমে থাকে একটা অচল স্টেশনে, সময় টা... ওটা চলে যায়। কিন্তু আমি থেমে দাঁড়িয়ে রই।
একটা দীর্ঘনিঃশ্বাস... তারপর আবার ফেরা চির-চেনা যান্ত্রিক জীবনে।