যে কেউ দশ মিনিট প্লেট টেকটনিক্সের নিয়া পরাশুনা করলে বুঝতে পারবে যে ভূমিকম্প কেন হয়। কিন্তু সেইটা হয় ইরানের কট্টরপন্হী মোল্লা আয়াতুল্লাহ কাজেম সিদিঘীর জন্য খুব কঠিন আর নাইলে তার দশ মিনিট টাইম নাই প্লেট টেকটনিক্স নিয়া পড়াশুনা করার।
এই মহাজ্ঞানী গত সপ্তাহে বলেছেন, "সমাজে অনেক মহিলারা সঠিক (ইসলামিক) পোষাক পরে না, তাদের সতীত্ব নষ্ট করে এবং বিবাহ বহির্ভূত সেক্স্যুয়াল সম্পর্কে জড়িয়ে পরে তাদের কারনেই ভুমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।"
যদিও ইরানের নীচ দিয়া কয়েকটা প্লেটের সংযোগ গেছে তবুও আয়াতুল্লাহ সাহেবের চিন্তার কোন কারণ আছে বলে মনে করিনা। কারণ উনার কথা অনুযায়ী লিস্টে ইরানের উপরে পৃথিবীর আর বহুদেশ থাকার কথা যেমন, আম্রিকা, কানাডা, ইংল্যান্ড। অবশ্য হাইতি, চিলি, কিংবা চায়না কেমনে লিস্টের উপরে উঠলো সেটা নিয়া একটু সন্দেহের মধ্যে আছি। । আর ২০০৩ সালের ইরানের বিধ্বংসী ভূমিকম্পটা মনে হয় ভুল করে হইছিলো।
উপরের ছবিটাতে জনৈকা ইরানীয়ান মহিলা পুলিশ একজন ইরানী মহিলাকে তার পোষাক এবং চুল সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন।
ফটো ক্রেডিট : Majid Saeedi/Getty Images
সংবাদ সূত্র: টেলিগ্রাফ Click This Link