ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার লংঘনকারি দেশের 'ওয়াচ লিস্ট' তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার বিকেলে আর্ন্তজাতিক ধর্মীয় স্বাধীনতা সর্ম্পকিত কমিশনের রিপোর্ট,২০০৯ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশে এখন আর সংখালঘুদের ওপর নির্যাতন ও মানবাধিকার লংঘিত হচ্ছে না। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ যুক্ত্ররাষ্ট্রের ‘ওয়াচ লিষ্টে’ ছিল।
ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্নের ও ওয়াচ লিষ্টের তালিকায় রয়েছে পাকিস্তান, ইরান, ইরাক, সৌদিয়ারব, বার্মা, চীন, আফগানিস্তান, সুদান, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, তুর্কিমিস্তান, বেলারুস, কিউবা, মিশর, ইন্দোনেশিয়া, তুরস্ক, রাশিয়া, সোমালিয়া, তাজাকিস্তান, ভেনিজুয়েলা, সুদান ও উজবিকিস্তান।
সূত্র: http://notundesh.com/