তুমি কবিতা তো দূরে থাক একটা পঙতিরও যোগ্য নও
১৫
তুমি কবিতা তো দূরে থাক একটা পঙতিরও যোগ্য নও।
৪৮
তুমি এসেছিলে স্বপ্নে
কিন্তু রেখে গিয়েছ যে নিঃসঙ্গতায়
তা স্বৈরাচারের মত বাস্তব
৭
কোনো একদিন তোমার দু’হাতে
ছুঁয়ে দেখবে কোনো এক বিখ্যাত কবির বই,
দুই একটি পঙতিও হয়তো পড়বে
কিন্তু তুমি জানবে না যে
সেগুলো লেখা হয়েছিল তোমারই জন্য,
তোমার প্রতি এটাই আমার প্রতিশোধ
৯
সে বিকিয়ে ছিল
ঝলমলে কর্পোরেট জীবনে
অনকে তাকে দিয়েছিল... বাকিটুকু পড়ুন
