এমন করে কেউ যদি ডাকতো চলে আসার জন্য....
যদি মন কাঁদে..
তুমি চলে এসো..
চলে এসো, এক বরষা'য়...
এসো ঝরো ঝরো বৃষ্টিতে..
জল ভরা দৃষ্টিতে..
এসো কোমল শ্যামলও ছায়..
চলে এসো..
তুমি চলে এসো, এক বরষা'য়...
যদি মন কাঁদে..
তুমি চলে এসো, এক বরষা'য়...
যদিও তখন..
আকাশ থাকবে বৈরি..
কদম গুচ্ছো হাতে নিয়ে, আমি তৈরি..
উতলা আকাশ..
মেঘে মেঘে হবে কালো..
ঝলকে ঝলকে..
নাচিবে বিজলী আলো..
তুমি চলে এসো, এক বরষা'য়...
যদি মন কাঁদে..
তুমি চলে এসো, এক বরষা'য়...
নমিবে আঁধার..
বেলা ফুরাবার ক্ষণে..
মেঘো মল্লার..
বৃষ্টিরও মনে মনে..
কদম গুচ্ছো..
খোঁপায় জড়ায়ে দিয়ে..
জলভরা মাঠে..
নাচিব তোমায় নিয়ে..
চলে এসো..
চলে এসো, এক বরষা'য়...
যদি মন কাঁদে..
তুমি চলে এসো..
চলে এসো, এক বরষা'য়....
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১২ দুপুর ১:৪৬