"প্রথম যখন গান'টা শুনলাম, তখন গানটার কথাগুলোর অর্থ একরকম মনে হয়েছিল। পরবর্তীতে গানটা যখন আবার শুনলাম তখন কেন যেন মনে হচ্ছে যে,
কোন এক মানব গোধূলি লগনে কোন এক আপাত অসীম জলাধারের সামনে একলা বসে তার সৃষ্টিকর্তার প্রতি নিবেদন করছে তার মনের গহীন থেকে উঠে আসা শব্দগুলো।
এরকম ই কি?"
===============================================
নয়ন তোমারে, পায় না দেখিতে..
রয়েছো নয়নে নয়নে..
হৃদয় তোমারে, পায় না জানিতে..
হৃদয় তোমারে, পায় না জানিতে..
হৃদয় রয়েছো গোপনে..
রয়েছো নয়নে নয়নে..
নয়ন তোমারে, পায় না দেখিতে..
রয়েছো নয়নে নয়নে....
বাসনার বশে
মন অবিরত
ধায় দশ দিশে
পাগলেরও মত
স্হির আঁখি তুমি
মরমে শতত
জাগিছো শয়নে স্বপনে..
রয়েছো নয়নে নয়নে..
নয়ন তোমারে, পায় না দেখিতে..
রয়েছো নয়নে নয়নে....
সবাই ছেড়েছে
নাই যার কেহ
তুমি আছো তার
আছে তব স্নেহ
নিরাশ্রয় জন
পথ যার কেহ
সেও আছে তব ভবনে..
সেও আছে তব ভবনে..
তুমি ছাড়া,
কেহ সাথী নাই আর
সমুখে অনন্ত জীবন বিস্তার
কাল পারাবার
করিতেছো পার
কেহ নাহি জানে কেমনে!
রয়েছো নয়নে নয়নে..
নয়ন তোমারে, পায় না দেখিতে..
রয়েছো নয়নে নয়নে....
জানি শুধু
তুমি আছো তাই
আছে তুমি প্রাণময়
তাই আমি বাঁচি;
যতো পাই তোমায়
আরো ততো যাঁচি
যতো জানি, ততো জানিনে..
যতো জানি, ততো জানিনে..
জানি আমি
তোমায় পাবো নিরন্তর
লোক লোকান্তরে
যুগ যুগান্তর
তুমি আর আমি
মাঝে কেহ নাই
কোন বাধা নাই ভুবনে
রয়েছো নয়নে নয়নে..
নয়ন তোমারে, পায় না দেখিতে..
রয়েছো নয়নে নয়নে....
হৃদয় তোমারে, পায় না জানিতে..
হৃদয় তোমারে, পায় না জানিতে..
হৃদয় রয়েছো গোপনে..
রয়েছো নয়নে নয়নে..
নয়ন তোমারে, পায় না দেখিতে..
রয়েছো নয়নে নয়নে....
নয়ন তোমারে, পায় না দেখিতে..
রয়েছো নয়নে নয়নে....
===============================================
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১২ সকাল ৮:৫২