সামু আমাদের সবারই অত্যন্ত প্রিয় একটা জায়গা...কিন্তু সবাই এখানে এত লেখালেখি ঘুরাঘুরি করে কেন? আসলেই কি বাংলা লেখার প্লাটফর্ম হিসেবে নিজস্ব ভাবনা, চিন্তা বিভিন্ন তথ্য উপাত্ত সবার সাথে শেয়ার করার জন্য? নাকি অন্য কোন উদ্দেশ্যও আছে!!
১। শায়মা:
দিনের পর দিন খাবার-দাবার, কবিতা আর ঘর সাজানোর পোস্ট দিয়া যাইতেছে একটা ভাল পাত্রের আশায়!বিকাল না হইতেই বারান্দায় দৌড়ায়া যায় এই ভেবে হ্য়ত আজকে কেউ আসবে!
২। সাহসী সন্তান:
বাংলা ছবিতে দিলদারের জায়গাটায় অভিনয় করার খুব ইচ্ছা উনার। ব্লগে তারই ডেমু দিয়া বেড়াইতেছে! কিন্তুু কুড়ালের কসম এহন পর্যন্ত কাওরে হাসাইতে পারে নাই।
৩। প্রামাণিক:
উনার মনে হয় ছন্দ মিলায়া মিলায়া ব্লগে ছড়া লিখতে থাকলেই এদেশের মানুষ উনারে এ যুগের সতেন্দ্রনাথ হিসাবে ঘোষনা দিব আর প্রকাশকরা আছাড় খাইয়া পড়ব উনার বাড়ির দরজার উপর। কিন্তুু এখন উনি নিজেই প্রতিদিন বাসার সামনে আছাড় খায়।
৪। গেম চেন্জার:
সামুর পক্ষ থেকে একটা নোবেল পাওয়ার আশায় দিনের পর দিন কষ্ট কইরা মাস শেযে পোস্ট সংকলন বাইর কইরা যাইতেছে। কিন্তুু মডুরা এখনও উনার দিকে ফিইরাও থাকায় নাই।
৫। সামু পাগলা:
উনি একটা পাগলদের পুনর্বাসন কেন্দ্র খুলতে চায় যেইডা দেখায়া উনি কানাডা থেকে বিদেশি সহায়তার নামে আসা লক্ষ লক্ষ ডলার হাতায়া নিতে পারব !!
৬। জুন ও ফেরদৌসা রুহী:
উনারা ভ্রমনমুলক বই লেখতে চায়। বইয়ের কাটতি বাড়ানোর জন্য সামুতে খালি পোস্ট দিয়া বেড়ায়।
৭। অপু তানভীর:
লুতুপুতু প্রেমের গল্প লেখে মেয়েদেরকে ফাঁদে ফেলতে চায় কিনতু আইজ পর্যন্ত কোন মহিলাকেও পটাইতে পারে নাই।
৮। সোহানী
উনি কানাডায় এক দুর্দশার জীবন কাটাইতেছে তাই নতুন কইরা কেউ যাতে কানাডায় না আসে হেই পোস্ট দিয়া বেড়ায় পাছে উনার থালাবটি মাজার চাকরিটা লইয়া কেউ টান দেয়।
৯। আরজু পনি:
উনি নিজেকে বেগম রোকেয়ার জায়গায় দেখতে চায়। আপাতত সুলতানা কামালের চাকরিটা হাতায়া নেওয়াই ওনার স্বপ্ন।
১০। মোঃ সাইফুল্লাহ শামীমঃ
সারাদিন নারী ব্লগারদের ব্লগ থেকে ব্লগে ঘুইরা বেড়ায় একটুখানি স্নেহের আশায়, আগে বালিকা স্কুলগুলার সামেন ঘুইরা বেড়াইত
১১। চাদঁগাজী:
টকশোতে সুযোগ পাইব এই আশায় সারাক্ষন দেশ-বিদেশের রাজনীতি নিয়া ক্যাচাল কইরা যাইতেছে কিন্তুু এখনও ক্যামেরার পিছনেও দাড়াঁইতে পারে নাই।
১২। কামরুন নাহার বিথী:
সিলেটের হোটেল মালিকদের কাছ থেকে পারসেন্টিজ খেয়ে এহন শুধু সিলেট ভ্রমনের ছবি দিয়া বেরায়।
১৩। অদৃশ্য:
উনি অদৃশ্য থাইকা খালি বিশ্লেষন করে বাংলাদেশে কবির সংখ্যা কাকের চেয়ে বেশি কিনা, আইমিন উনি যদি একটা কবিতার বই বের করে সেইডা বাসে, ট্রেনে কয়েক কপি বিক্রি হইব তো!!
১৪। পুলক ঢালী:
উনি যে একজন ডাক্তার (মেন্টাল বিভাগ)) এইডা হগলরে জানাইতে চায়।
১৫। ঈপ্সিতা:
উনি ওনার এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রমিজ করেছে যে উনি একজন সামু ব্লগারের সাথে প্রেম করবে। কিন্তুু খুব সম্ভবত এখনও কাউকে খুইজা পায় নাই।
১৬। আবু হেনা মো: আশরাফুল ইসলাম:
বউয়ের জ্বালাতন থেকে বাচাঁর জন্য সারাদিন কানে হেডফোন দিয়া ব্লগে পইড়া থাকে।
১৭। দিশেহারা রাজপুত্র:
অভিজ্ঞতার অভাবে ১১৭ টা ইন্টারভিউ দিয়ায় যখন কোন চাকরি পাইল না তখন ব্লগ থাইকা নেওয়া অভিজ্ঞতাই ভরসা।
১৮। শুভ_ঢাকা:
উনার স্বপ্ন একজন ব্লগারের আচঁল ধইরা বিদেশে উড়াল দেওয়া (দুই বাচ্চার মা ডিভোর্সি হ্ইলেও সমস্যা নাই)। ফার্স্ট চয়েস কিন্তুু আমরিকা
১৯। রাজীব নুর:
একটা চাকরি পাওয়ার আশায় আশায় দিনের পর দিন শার্ট টাই পইরা ব্লগের এই মাথার তেন ঐ মাথায় দৌড়ায়।
২০। বিদ্রোহী ভৃগু:
শুধু একবার শুনতে চায় কোন একজন রমনীর কাছ থেকে 'ভাইয়া কাজী নজরুল ইসলামকে আমার ভীষন... ভালো লাগে আর আপনি না কাজী নজরুল ইসলামের কপি' (লজ্জার ইমো হবে)।
বি: দ্র: এই লেখার সমস্ত দায়ভার পাঠকের...লেখক সব রকম দায়বদ্ধতা থেকে মুক্ত
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭