তথ্য প্রযুক্তির এ যুগে ইন্টারনেট ব্যবহার থেকে পিছিয়ে পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বছর বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ করা হলেও নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রায় ২২ হাজার শিক্ষার্থীকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগে পাসওয়ার্ড সিস্টেমের কারণে শিক্ষার্থীরা সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারছেনা।এছাড়া ক্যাম্পাসে সহজেই ওয়াইফাই কানেকশন পাওয়ার কথা থাকলেও সর্বত্র ইন্টারনেট কাজ না করায় ব্যবহারকারীদেরকে বিপাকে পড়তে হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট ভিত্তিক যে ওয়াইফাই আছে তা আসলে অকার্যকর। কোনো সময় নেটওয়ার্ক পাওয়া যায় না। এই নেটওয়ার্ক সিস্টেম নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাহাদুরী ভাব প্রকাশ করলেও তা কোথাও ভালো ভাবে কাজ করে না।
নাম প্রকাশে অনিছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করে ঢাকা টাইমসকে বলেন, প্রথম দিকে ওয়াইফাই এর নেটওয়ার্কে কাজ করলেও এখন ঘন্টার পর ঘন্টার বসে থাকার পরও আমরা নেটওয়ার্ক পাই না।
কি সমস্যা জানতে চাইলে তারা বলেন, ওয়াইফাই ওপেন করলেই লিমিট একসেস দেখায়। তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে তারা নির্বিঘ্নে ওয়াইফাই ব্যবহার করছে অথচ আমাদের অনাবাসিক একমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ওয়াইফাই তাও আমরা ব্যবহার করতে পারিনা। এটা দুঃখজনক হলে সত্যে যে এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য।
তবে শিক্ষার্থীদের এরকম অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড আইটির সিস্টেম এনালিষ্ট নারায়ণ চন্দ্র বালা বলেন, ওয়াইফাই সিস্টেমে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো সমস্যা নেই। শিক্ষার্থীদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, এ রকম কোনো অভিযোগ এর আগে শুনিনি এবং আমার কাছে কেউ অভিযোগ করেন
শিক্ষাঙ্গন ডেস্ক,
ইন্সট্যান্ট নিউজ 24.কম