ব্লগে বিভিন্ন ব্লগারের লেখা পড়ি মোটামুটি বহুদিন হল। ব্লগে পড়াটা এক সময় নেশার মত হয়ে উঠলো, কমেন্টস রিপ্লাই তর্ক বিতর্ক খুব উপভোগ করতাম। পাঠক ছিলাম ( এখনও তাই আছি, লেখক হওয়ার চেয়ে মঙ্গলে পাড়ি জমানো সহজ), শুধু পড়ে যেতাম , তর্কে অংশ নিতে ইচ্ছে করতো, কিন্তু দেখতাম কেউ না কেউ আমার মন মতো উত্তর দিয়ে দিয়েছে। তাই নিজের আইডি আর খোলা হয় নি। অবশেষে নিজের আইডি খুললাম ,অন্যের লেখা পড়ে কমেন্ট করার জন্য । কিন্তু দেখি এতেও সমস্যা । পথ ভুলে দু একজন আমার এখানে এসে পড়েছে বা আরো আসতে পারে । তাই ভাবলাম একটা পোস্ট করি ( নিজের ভেতর পাঠকের পাশাপাশি ব্লগার ব্লগার একটা ভাব আসতেছে) এলোমেলো যা মনে চায় তাই নিয়ে।
কেন ব্লগে পড়তে এলাম?
লিখতে চেয়েছিলাম কেন ব্লগে পড়তে এলাম তা নিয়ে, প্যাচাল চলে যাচ্ছে অন্যদিকে। যা হোক , কেন ব্লগে পড়তে এলাম? সংবাদ পত্রে বা বইতে শুধুমাত্র প্রতিষ্ঠিত লেখকের লেখা পড়া যায়, সেটা আবার নির্দিষ্ট ঘরোনার, সীমিত বিষয়ক। অন্যদিকে ব্লগে একের ভিতর সব। যা খুশি তাই পড়া যায় অন্যের প্রতিক্রিয়াসহ। এবং সমাজের সব শ্রেণীর লোকের লেখা, সব বিষয়ের উপর। আর কি চমৎকার একেক জনের লেখার ধরন! মোট কথা ব্লগে এলে পড়ে তৃপ্তি পাই।
কি শিখলাম ব্লগ পড়ে??
০. সাধারন মানুষের ব্লগ সম্পর্কে, ব্লগার সম্পর্কে ধারনা জ্ঞান শূণ্যে ।
১.না জেনে কোন বিষয়ের উপর লেখার চেয়ে আমার মত পাঠক হয়ে থাকাই শ্রেয়। কেন না আবোলতাবোল তথ্য ফাইন্ড আউট করার মত বহু পাঠক আছে ।
২. লেখক তথ্যে ভুল থাকলেও বেশীর ভাগ লেখক তা মানতে নারাজ। অন্যের যুক্তি মানতে চায় না।
৩. এক শ্রেণীর লেখকরা দেখি যুক্তির চেয়ে গালাগালি বেশী ব্যবহার করে।
৪. কোন বিষয়ে তর্ক শুরু হলে তার মীমাংসা হয় না। যার যার তালগাছ সে সে বগলদাবা করে রাখে। তারপরেও
ক্যাচাল পড়তেই বেশী ভাল লাগে। ( সবাই এক রকম না)
আসলে যা লিখতে চেয়েছি তা লেখা হলো না। তবুও লিখলাম ।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯