প্রত্যেকটা টিভি চ্যানেল আজ আমাদের মুসলিমদেরকে গায়ক- আর তথাকথিত নায়ক বানানোতে ব্যাস্ত। প্রত্যেকটা কর্পোরেট মিডিয়া আজ আমাদের অশ্লীলতা আর বেহায়াপনার দিকে ডাকছে। আজ আমদের চাল- চলনের দিকে তাকালে বুঝা যায়না যে আমরা কি মুসলিমদের সন্তান নাকি কাফেরদের সন্তান?!
.
আমরা কি ইসলামের অনুসারী নাকি হলিউড- বলিউডের অনুসারী?! আমরা রাসুল্লাহ (সাঃ) এর উম্মত নাকি তথাকথিত সেলেব্রিটিদের উম্মত?
.
আমরা মুসলিম তরুনেরা আজ হেয়ার স্টাইল থেকে শুরু করে পায়ের জুতাটা পর্যন্ত সর্বক্ষেত্রে কাফেরদের স্টাইলের অনুসরন করছি, হলিউড- বলিউডের কুলাংগারদেরকে আমাদের রোল মডেল হিসেবে গ্রহন করেছি!!
.
আমরা কি আমাদের নবী মুহাম্মদ (সাঃ) কে ভালোভাসি না? তার স্টাইলকে ভালোভাসি না?
আল্লাহ কুরআনে বলেছেন,,
রাসুল্লাহ (সাঃ) এর জীবনের মাঝেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। (আহযাবঃ ২১)
.
ও ইউং ভাইয়েরা,
মোহাম্মদ (সাঃ) এর আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কার হতে পারে?
তার সুন্নাহর চেয়ে উত্তম স্টাইল আর কি হতে পারে?
..
আমরা কি জানি না যে, বিখ্যাত ঐতিহাসিক ডঃ মাইকেল এইচ হার্টের মতে বিশ্বের বুকে সর্বোত্তম আদর্শবান এবং স্মার্ট ব্যাক্তি মুহাম্মদ (সাঃ)?
আমরা কি জানি না যে, তার অনেক সুন্নাহ আজ মেডিকেল সাইন্স দ্বারা প্রমানিত?
আমরা কি জানি না যে,
The best example, The best role model MUHAMMAD (saw) ?
.
আসেন না আমরা রাসুল্লাহ (সাঃ) এর সুন্নাহকে গ্রহন করি,
আসেন না আমরা রাসুল্লাহ (সাঃ) এর স্টাইলকে গ্রহন করি আর কাফেরদের স্টাইলকে বর্জন করি!!