প্রশ্ন: আল্লাহ কি আমাদের ইবাদাতের প্রয়োজনীয়তা বোধ করেন? ইবাদাত করলে আল্লাহরই বা কি উপকার হবে?
.
উত্তর: আমরা যখন আল্লাহর প্রসংশা করি অথবা কেউ বলল-আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান। এই মহান বলার জন্য কিন্তু আল্লাহ মহান হচ্ছে না। আল্লাহ এমনিতেই মহান। আপনি ১০লক্ষ বার আল্লাহ আকবার বলুন বা এক বারই বলুন আল্লাহ তারপর ও মহানই থাকবেন। তিনি সর্বশক্তিমান এবং সবসময় সর্বশক্তিমানই থাকবেন।
.
আসলে আমরা আল্লাহর উপকারের জন্য তার ইবাদাত করি না। কারন সুরা ফাতির এর ১৫ নং আয়াতে আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন,
*হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী। আর আল্লাহ তিনি অভাবমুক্ত, প্রশংসিত।
আমরা আল্লাহর ইবাদাত করলে তাতে তার কোন উপকার হবে না। আমরা যদি তার ইবাদাত করি তাহলে আমাদেরই উপকার হবে। মানুষ হিসেবে আমাদের এটা বৈশিষ্ট্য এবং আমাদের জন্য এটাই স্বাভাবিক যে আমরা উপদেশ মেনে চলব সেই লোকের যে বুদ্ধিমান, বিখ্যাত, জনপ্রিয় আর জ্ঞানী। আমরা এমন লোকের নির্দেশ মানব না যে অচেনা, অপরিচিত, বুদ্ধিমান নয় কিংবা জ্ঞানী নয়। সেজন্য আমরা আল্লাহর ইবাদাত করি আমাদের উপকারের জন্য। আমরা বিশ্বাস করি আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান, জ্ঞানী, সর্বশক্তিমান ও সবার উপরে। আর এই কারনেই আল্লাহর নির্দেশ গুলো সবসময় মেনে চলতে হবে। তার কাছেই আমরা বিভিন্ন সাহায্য ও উপদেশ চাইব।
.
যেমন ধরুন একজন লোকের হার্টের সমস্যা আছে। সে অসুস্থ। যদি অপিরিচিত, অচেনা কোন মানুষ এসে অসুস্থ লোককে উপদেশ দেন, আপনারা কি তার উপদেশ মেনে চলবেন নাকি যিনি বিখ্যাত হৃদরোগের বিশেষজ্ঞ তার কথা মানবেন? কার উপদেশ মানবেন?
.
আপনি এখানে সেই লোকটির উপদেশ মানবেন যিনি একজন হার্ট স্পেশালিষ্ট। যিনি একজন ডাক্তার। যেহেতু আমরা জানি আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান,সবচেয়ে জ্ঞানী, সর্বশক্তিমান ও সবার উপরে তাই আমরা সরল পথে থাকার জন্যেই তার দেখানো পথে চলি বা ইবাদাত করি।
অর্থাৎ আমরা নিজেদের উপকারের জন্যই আল্লাহর ইবাদাত করি।