এখনো আমার বেশ কিছু কেনাকাটা বাকি, অথচ পয়সা নেই
উপার্জন যা করি, সব খেয়েদেয়ে শেষ।
আর সঞ্চয় যা, তা অপরের কাছে মূল্যহীন।
জ্যৈষ্ঠ এলে কিছুটা রৌদ্র কিনে রাখা দরকার
আর কার্তিকে কুয়াশা
পৌষে হিম
ফাগুনে আবীর
শ্রাবণে কিছুটা মেঘ-
কখন কি কাজে লাগে কিছুই যায়না বলা।
যখন পয়সা জমে না, তখন অশ্রু জমাই
অশ্রুগুলি বাষ্প হয়ে
মেঘ হয়ে
বৃষ্টি হয়ে
ঝরে যায়।
খুচরা পয়সার মত কিছু কিছু স্মৃতি
তুলে রাখি বুকের কোঠরে
স্মৃতিগুলো পাথর চাপা ঘাসের মতো
বিবর্ণ হয়ে যায়।
প্রতিদিনের সংসার থেকে
বাজারের পয়সার মতো
কিছু ভালবাসা,
ভাললাগা তুলে রাখি
যখন বাজারে যাই
সে সব অচল।
স্বপ্ন ছিলো পাখির কন্ঠ থেকে সুর কিনবো
ফুলের পাপড়ি থেকে রং
চরের জমিন থেকে উর্বরতা
জলের কল্লোল থেকে উচ্ছ্বাস
আর ভোরের বাতাস থেকে নিবিড় মমতা
এখনও আমার বেশ কিছু কেনাকাটা বাকি
তোমার দু’চোখ থেকে অশ্রু কিনে নেবো
এখনও সেটাই হলো না .............
========================
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ রাত ৮:২৮