চোখের জলে ভাসিয়েছ বুক কেন তাহা বলবে কি
যা হারিয়ে তুমি বেদনায় ম্লান বল তোমায় দেব খুঁজি।
হারিয়েছ যাহা তুমি কি তাহা সাথে নিয়ে এসেছিলে
পারিবে কি তাহা সাথে নিয়ে যেতে চির বিদায়ের কালে?
যা কিছু পেয়েছ নিয়েছ তা তুমি এখানে আসার পর
দিয়েছ তা যাহা এখানে দিয়েছ যা কিছু ছিল তোমার।
আজ যাহা আছে তোমার নিকটে গতকাল কারো ছিল
আগামীকাল তাহাই আবার অপরের হয়ে গেল।
মায়াময় এই বিশ্বের মাঝে নিজের কিছুই নাই
চির বিদায়ের পথে পরে থাকে শুন্য দেহখানি।
আমি আমি বলে উদভ্রান্ত বলে চেননা তোমাকে তুমি
অন্তঃদৃষ্টি মেলে চেয়ে দেখ তোমাতে অন্তর্যামী।
যা কিছু তোমার সকলি তাহার নাই তো তোমার কিছু
তুমিও তাহার ভাব বার বার ছাড় ভ্রান্তির পিছু।
আকাশের বুকে রংধনু মতো জগৎ সংসার বুকে
ক্ষনিকে মিলাবে আমি'র তুলিতে যত ছবি যাবে এঁকে।
----------------------------
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৭