টেলিফিল্ম : রঙ্গীন স্বপ্নের মৃত্যু : চরিত্র বিন্যাস
টেলিফিল্ম : রঙ্গিন স্বপ্নের মৃত্যু-১
টেলিফিল্ম : রঙ্গিন স্বপ্নের মৃত্যু-২
টেলিফিল্ম : রঙ্গিন স্বপ্নের মৃত্যু-৩
দৃশ্য-৪
অভি : (গম্ভীর গলায়) কি ব্যাপার সুমা এ সময়ে কি মনে করে এলে? কণিকা তার রুমে চলে গেছে।
সুমা : তোমার সাথে খুব জরুরী কথা আছে।
অভি : (বিরক্তি গলায়) কি বলবে জলদি করে বল।
সুমা : এখানে বলা যাবে না। ছাদে চল। অভি ছাদের দিকে উঠল। সুমা অভির পেছন পেছন ছাদে উঠল। ছাদে উঠেই
অভি : (রাগতস্বরে) হুঁ । এবার বল ।
সুমা : অভি, আমার বিয়ের কথাবার্তা চলছে।
অভি : এতো সুখবর। এখন আমি তোমার জন্য কি করতে পারি বল?
সুমা : অভি, আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারব না।
অভি : কিন্তু সুমা আমিতো তোমাকে অনেকবারই বলেছি আমি রুপাকে ভালবাসি, আমি তোমাকে ভালবাসতে পারব না। এরপরও তুমি শুধু শুধু কেন আমাকে বিরক্ত করো?
সুমা : (অভির হাত ধরে কাঁদো কাঁদো গলায়) আমি তোমাকে ছাড়া বাঁচব না, অভি। প্লিজ অভি, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি তুমি তোমার মনের মাঝে আমাকে একটু ঠাঁই দাও।
অভি : যা সম্ভব নয় তা করতে যাওয়াও একপ্রকার বোকামী, মন তো একটাই নাকি? এক মন কয়জনকে দেওয়া যায়, তুমিই বল?
সুমা : অভি, তুমি রুপাকে জিজ্ঞেস কর সে তোমাকে ভালবাসে কিনা? যদি রুপা বলে সে তোমাকে ভালবাসে, তবে আমি তোমার কাছে কখনও আসব না।
অভি : তোমার কি মনে হয়? রূপা আমাকে ভালবাসে না?
সুমা : আমার মনে হয় রুপা তোমাকে ভালবাসে না। যদি রুপা তোমাকে ভালবাসত তাহলে তোমাকে চিঠি লিখত, তোমার কাছে ফোন করত।
অভি : (রাগতস্বরে) সুমা, একদম বাজে কথা বলবে না। আমি রুপাকে যতটুকু গভীরভাবে ভালবাসি এর চেয়েও বেশি সে আমাকে ভালবাসে। ছোটবেলায় রুপারা যখন ঢাকায় চলে যায় তখন রুপা যে ওয়াদাটি আমাকে করিয়েছে তা তুমি যদি জানতে তাহলে এমন কথা বলতে পারতে না। তুমি এখন আসতে পারো।
সুমা : (আবেগী ও কান্না জড়ানো গলায়) ঠিক আছে অভি, আমি যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, রুপা তোমাকে ভালবাসলেও আমার চেয়ে বেশী ভালবাসে না সে তোমাকে। বলেই চোখ মুছতে মুছতে সিঁড়ি বেঁয়ে নিচে নেমে এলো।
চলবে................
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ রাত ১১:৪২