টেলিফিল্ম : রঙ্গিন স্বপ্নের মৃত্যু : কাহিনী সংক্ষেপ :
টেলিফিল্ম : রঙ্গীন স্বপ্নের মৃত্যু : চরিত্র বিন্যাস
অভিঃ সুদর্শন এক যুবক। যে তার ছোট বেলার বান্ধবী রুপাকে কথা
দিয়েছিল যে আজীবন সে রুপাকে ভালবাসবে এবং বড় হয়ে
সে রুপাকেই বিয়ে করবে।
রুপাঃ একজন শিল্পপতির মেয়ে। যথেষ্ট সুন্দরী এবং স্মার্ট। ছোট
বেলায় তার বন্ধু অভিকে কঠিন প্রতিজ্ঞা করিয়ে ঢাকা এসে অন্য একটি
ছেলেকে ভালবাসতে শুরু করে।
সুমনঃ সুমাকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে সুমাদের বাড়িতে সুমাকে
দেখতে যায়।
সুমাঃ যথেষ্ট সুন্দরী এবং স্মার্ট।। যে অভির জীবন সংগী হবার
আকাঙ্খা নিয়ে অভিকে গভীর ভাবে ভালবাসে।
আমেনাঃ অভির মা। চল্লিশোর্ধ বয়সের সহজ সরল মনের অধিকারিনী
এক মহিলা।
আলীমঃ সুমার বাবা। বয়স পাচচল্লিশোর্ধ। সুমার বয়স যখন দুই বছর
ঠিক সেই সময় তিনি বিপত্নিক হওয়া সত্বেও সৎ মায়ের ঘরে সুমা
নানাবিধ সমস্যার সম্মুর্খীন হবে ভেবে আর বিয়ে করেননি।
কণিকাঃ অভির সমবয়সী ছোট বোন।
মমিনঃ সুমনের বাবা। বয়স পাঁচ চল্লিশোর্ধ। চেহারায় নেতা নেতা ভাব
আছে।
আজমঃ পয়ঁতাল্লিশোর্ধ বয়সের হাসি-খুশি স্বভাবের লোক। তিনি
আলীমের ঘনিষ্ট বন্ধু।
আফরোজাঃ রুপার অফিসের ম্যানেজার। বয়স পচিঁশোর্ধ।
শিরিনঃ রুপার মা। চল্লিশোর্ধ বয়সের সহজ সরল মনের অধিকারিনী।
অন্যান্য চরিত্রঃ রুপার অফিসের মহিলা রিসিপশনিষ্ট, একজন দোকানী,
ড্রাইভার মতিন, ট্যাক্সিক্যাব ড্রাইভার, সিকিউরিটি জলিল, রিক্সাচালক,
ঘোড়ার গাড়ীচালক, অভিকে মারধর করার জন্য রুপার ভাড়া করে
আনা মাস্তান সুজন এবং তার সহযোগী চার জন, একজন ডাক্তার,
মমিন যে দিন সুমাকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিল, সে দিন
মমিনের সাথে যাওয়া দুই ব্যক্তি এবং লাশ বহন করে গ্রামে পৌঁছানোর
জন্য একজন পিকাপ ড্রাইভার।
----
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪০