"Innovation going on in Israel is critical to the future of the technology business." -
Bill Gates, 2008.
২০১৩ সালের বোষ্টন ম্যারাথনের বোমা হামলায় বোমা হামলাকারীদের যে টেকনোলজি দিয়ে বের করা হয়েছিলো সেটা ছিলো ইসরায়েলি টেকনোলজি , ইসরায়েলের রাজধানী তেলাবিবকে পৃথিবীর ২য় হাইটেক নাগরী বলা হয় (এক নাম্বার সিলিকন ভ্যালি)। ফোল্ডিং ফোন, আধুনিক মোবাইলের কি প্যাড, আধুনিক প্রিন্টার, পেন ড্রাইভ, আইফোন, প্রেন্টিয়াম প্রসেসর, সনি প্লে স্টেশন এবং গেম খেলার জয়ষ্টিক থেকে শুরু করে আপনার গাড়িতে লাগানো টিভি ন্যাভিগেশন বা আমাদের মোবাইলের ন্যাভিগেশন সব সরাসরি ইসরায়েলে তৈরি হয়। আপনি আমার এই লেখাটা দেখলেও আপনাকে কোন না কোন ইসরায়েলি টেকনোলজি ব্যাবহার করতেই হবে।
ধর্মভিত্তিক ভাবে গড়ে উঠলেও ইসরায়েল ডাইভারসিফাই এ বিশ্বাসী অর্থাৎ তারা পৃথিবী যেভাবে চলে পৃথিবীর সাথে সাথে নিজেদেরকেও পরিবর্তন করতে বদ্ধ পরিগর। পুঁজিবাদের সাথে তারা ঠিকই নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে এবং পুঁজিবাদী কিভাবে করতে তাও তারা ভালোভাবেই জানে। যুদ্ধ লাগলে আমরা হ্যাশ ট্যাগ দিচ্ছি , ওদেরকে গালি দিচ্ছি , ঘোষণা দিচ্ছি ওদের পণ্য আর ব্যবহার করবো না কিন্তু মাস ঘুরার পড়েই দিন শেষে আমরা সব কিছু ভুলে গিয়ে ঠিকই ওদের পণ্য ব্যবহার করছি।
ছোট এই ভিডিওটি দেখার অনুরোধ রইলো