দেশ বিদেশের অনেক মুভি দেখার পর আমার একটা ধারনা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ তো বটেই ভারতের ফিল্ম ইন্ডাষ্ট্রিও শত বছর পিছিয়ে আছে আন্তর্জাতিক ভাবে , একটি দেশের একটি মুভিই কিন্তু একটি দেশকে সারা বিশ্বের কাছে নিজের দেশকে তুলে ধরে । অনেকের কাছেই ভ্রান্ত ধারনা আছে Oscar পুরুস্কার মনে হয় শুধু ইংরেজি মুভিগুলোই পায় , আসলে তা নয় , অনেকগুলো ক্যাটাগরি আছে পুরুস্কারের জন্যে । বাংলাদেশের এই পর্যন্ত ৮ টি মুভি অস্কারে পাঠানো হয়েছে কিন্তু একটি মুভিও নমিনেশন পায় নি । ১৯৪৭ সালের পর থেকে এখন পর্যন্ত ভারত পাঠিয়েছে ৪৫ টি মুভি এবং নমিনেশন পেয়েছে ৩ টি মুভি Mother India (1957) , Salaam Bombay (1988) এবং সর্বশেষ আমিরখানের Lagaan ( 2001) ।
এইবার ভারত কোন কোন ক্যাটাগরিতে Oskar পেয়েছে সেদিকে আলোকপাত করা যাক ।
Best Costume Design এর জন্যে Bhanu Athaiya ১৯৮৩ সালে অস্কার পেয়েছিলেন।
Best Original Score এবং Best Original Song ( এটা যৌথভাবে Gulzar সাহেবের সাথে , Gulzar সাহেব পাকিস্তানের শিল্পী ) দুটি পুরুষ্কার পেয়েছেন ।
এবং Honorary Award পেয়েছেন সত্যজিৎ রায় এবং বলা হয়েছে " "In recognition of his rare mastery of the art of motion pictures, and of his profound humanitarian outlook, which has had an indelible influence on filmmakers and audiences throughout the world."
বিশ্বের সেরা ১০০ ডিরেক্টরের মধ্যে সত্যজিৎ রায়ের অবস্থান ৪৯ তম(The World of Apu বানানোর জন্যে ) এবং মজার ব্যাপার হচ্ছে জেমস ক্যামেরুনের অবস্থান ৪৮ তম ( Titanic বানানোর জন্যে ) । Titanic দেখি নাই এই রকম খুভ কম মানুষই পাওয়া যাবে আমাদের মধ্যে কিন্তু The World of Apu দেখেছেন কয়জন ?
সুন্দর গান , নাচানাচি , কান্নাকাটি , ঝগড়া , মারামারি থাকলেই একটা ভাল মুভি হয় না । আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা এইসবই আজকাল একটি মুভিই বেশী আশা করি , সবাইকে আহবান জানাবো ভাল মুভি দেখার জন্যে , সত্যজিৎ রায়ের মুভিগুলো দিয়েই শুরু করুন তাহলে ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭