গতকাল রাত সারে ১১টায় হটাতই ঘটে গেলো এক আকস্মিক ঘটনা , এই ঘটনা ঘটার আগে কেউ হয়তো কল্পনাও করতে পারে নি কিছুক্ষন পরেই ঝড়ে যাবে একটি তাজা প্রান । কিছু দুষ্টলোকের নিছক দুষ্টুমির ছলে ঘটানো ঘটনায় প্রান গেলো একটি তাজা প্রানের ।
প্রীতি দাশ, তার স্বামী মিন্টু দাশ ও তার বন্ধু বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন এবং আরও এক বন্ধুসহ মোট চারজন মিলে রাত ১১টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে তূর্ণা নিশিথা ট্রেনে উঠেন। সেটি সাড়ে ১১টার দিকে ভাটিয়ারির ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছানোর পর বাইরে থেকে জানালা বরবার উপর্যুপরি পাথর পড়তে থাকে।
এতে প্রীতি দাশের সিটের পাশের জানালা ভেঙ্গে তার মাথার পেছনে পাথরের আঘাত লাগে। পাথরের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে যান প্রীতি দাশ।
এসময় ট্রেন থামিয়ে প্রীতি দাশ ও তার স্বামীসহ চারজনকে সীতাকুন্ড স্টেশনে নামিয়ে দেয়া হয়। গুরুতর আহত প্রীতি দাশকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু দু’হাসপাতালেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে শনাক্ত করেন।
প্রীতি দাশ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর স্নাতক শেষ করে বর্তমানে নর্দার্ণ ইউনিভার্সিটিতে এমফিল করছিলেন ।
কোথায় আছি আমরা ? কোথায় আছে আমাদের নিরাপত্তা ? প্রস্তুত থাকুন যে কোন সময় আপনার কাছের মানুষটিও হয়তো এই রকম কোন ঘটনায় পৃথিবী থেকে বিদায় নেবে ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭