ভাগ্য ভালো বাংলাদেশে চাইনিজ কোন চ্যানেল নাই এবং বাংলাদেশের মানুষ চাইনিজ ভাষা বুঝে না , নাহলে বাংলাদেশের সব কিছুই Made in China হয়ে যেতো ।
ভারতের চ্যানেলগুলো আমাদের দেশে অনেক আগেই ঢুকে গেছে , ভারতীয় সংস্কৃতির সাথে আমাদের দেশের সংস্কৃতির সাথে অনেকাংশেই মিল তবে ভারতীয় মিডিয়ার বানানো সংস্কৃতির সাথে না মিল আছে ওদের না মিল আছে আমাদের । বেশী ক্ষতিকর হচ্ছে তাদের তৈরি হিন্দি সিরিয়ালগুলো । আমাদের দেশের নারীসমাজ এসবের মধ্যেই একপ্রকার ডুবে থাকে । ভারতীয় নাটক নির্মাতারা এসব সস্তা শিল্প তৈরি করতেও কিছু কিছু বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক থিউরি ব্যাবহার করে এবং একপর্যায়ে এই সব নাটকের প্রতিটা পর্ব দেখায় জন্যে আমাদের মা বোনরা মরিয়া হয়ে যায় । মূলত এইখান থেকেই ব্যাবসার শুরু
খেয়াল করে দেখবেন হিন্দি সিরিয়ালের মাঝখানে মাঝখানে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় তার সিংহভাগই প্রসাধনী সামগ্রি বা এমন কোন এমন পণ্য যেটার ক্রেতা আসলে মহিলারাই উদাহরণ দিয়ে বলা যায় " এই আসার সময় ছেলের জন্যে একটা Bonvita নিয়ে এসো তো " ।
আলটিমেটলি মহিলারাই এইসব পণ্যের প্রতি ইমপ্রেস হয়ে পুরুষদেরকে বাজার থেকে ঐ পন্যটি কিনে আনতে বলছে বা নিজে বাজার করলে তো নিজেই কিনে নিচ্ছে । ভালো কথা ভারতীয় পণ্য ভারতেই থাক , ভারতীয় নাগরিকরা ভারতীয় পণ্য কিনে হোক ধন্য আমার কোন সমস্যা নাই । কিন্তু সমস্যা হচ্ছে এইটা যখন ভারতীয় চ্যানেলের সাথে সাথে পণ্যগুলোও আমাদের দেশে ঢুকে যায় এবং আমাদের দেশীয় মানুষ ঐসব পণ্য কিনার জন্যে হুমড়ি খেয়ে পড়ে । TVC Skyshop এর বিজ্ঞাপনে ভারতীয় চ্যানেলেই বাংলাদেশীয় ফোন নাম্বার দেওয়া থাকে । অথচ আপনি কি জানেন ভারতে বাংলাদেশী চ্যানেল নিষিদ্ধ ? আপনি কি জানেন ভারতীয়রা বাংলাদেশী চ্যানেল বলতে শুধু BTV কেই চেনে ?
আমরা তো ভালোই ভারতীয় চ্যানেল দেখে দেখে ভারতিদের চিনে গেছি একজন ভারতীয় নাগরিক তাহলে কিভাবে একজন বাংলাদেশীকে চিনবে ?
পরিশেষে বলবো ভারতীয় চ্যানেলের পাশাপাশি অন্যান্য দেশেরও কিছু চ্যানেল দেখেন , কোরিয়ান , চাইনিজ , ইরানিরা কি দোষ করছে ? সৌদি আরব কি দোষ করছে ? সেগুলাও দেখেন এবং অনেক কিছু শেখেন ।