ছবি
:
Salon : চার দরজা বিশিষ্ট বা সামনে পিছনে বসা যায় এক রকম গাড়িকে সেলুন কার বলে । উদাহরণ ( আমাদের দেশের প্রেক্ষাপটে ) : Toyota Corolla , Premio , Allion , Nissan Sunny , Mitsubishi lancer , BMW M3 , Mercedes-Banz Type 300 এই জাতীয় গারিগুলোকে সেলন বলা হয় ।
Hatchback : সেলনের মতই দেখতে কিন্তু পিছনে ডিকিটা নাই এই রকম গাড়িকে হাচব্যাক বলে , হাচব্যাক গাড়ি সাধারণত আকারে ছোট হয় এবং ইঞ্জিনের ক্ষমতাও অন্যান্য গাড়ি থেকে কিছুটা কম হয় । দুই দরজা বা চার দরজা বিশিষ্ট হাচব্যাক গাড়ি বানানো হয়ে থাকে ।
উদাহরণ : Toyota IST , Solil , Corolla II , Starlet , Passo , Suzuki Swift , Maruti 800 , Tata Nano এই জাতীয় গারিগুলোকে হ্যচব্যাক বলা হয় ।
Estate : হ্যাচব্যাকের মতই কিন্তু আকারে আরো লম্বা গারিগুলোকে এস্টেট বলে এই জাতীয় গাড়িকে অনেকে স্টেশন ওয়াগনও বলে থাকে । উদাহরণ : Fielder , Provox , Succeed .
Convertible : এই জাতীয় গাড়ির হুড রিকশার মত নামিয়ে বা উঠিয়ে রাখা যায় , চার বা দুই দরজা বিশিষ্ট হয়ে থাকে এই সব গাড়ি । আমাদের দেশে এই গাড়ি খুভ কম দেখা যায় ।
Coupe : এই জাতীয় গাড়িতে মানুষ বসতে পারে মাত্র দুইজন , গাড়ি দেখতে তুলনামূলক বড় এবং ভারী হয় , অনেকে একে স্পোটস কারও বলে থাকে , এইসব গাড়ির ইঞ্জিনের ক্ষমতা অনেক বেশী হয় , চাকা মোটা হয় । পিকাপ খুভ তাড়াতাড়ি ওঠে । গাড়ির রাজ্যে সাধারণত এই জাতের গাড়ির মুল্যই সব চাইতে বেশী হয় । Ferrari , Lamborghini , Bugatti এর মত প্রতিষ্ঠান শুধুমাত্র এই জাতীয় গাড়িই বানিয়ে থাকে । বিশ্বের প্রায় নামি দামি সব গাড়ির ব্র্যান্ড Coupe বানিয়ে থাকে ।
SUV : SUV (Sports Utility Vehicles) আমাদের দেশে অনেকে এই জাতীয় গাড়িকে জিপ নামে ডাকে তবে তা সম্পূর্ণ ভুল । এই জাতীয় গাড়ির বডি অনেক শক্ত এবং ইঞ্জিন অনেক শক্তিশালী হয় । মূলত পাহাড়ি এবং এবড়ো থেবড়ো রাস্তায় চালানোর জন্যে এই গাড়ি বানানো হয় ।
Toyota Pajero , Prado ছাড়াও আমাদের দেশে অনেক ধরনের SUV দেখা যায় । র্যাব এবং পুলিশকে যে গাড়ি দেওয়া হয়েছে সেগুলোও SUV
MPV : MPV ( Multi-Purpose Vehicle ) আমাদের দেশে প্রচুর প্রিমানে এই সব গাড়ি দেখা যায় , আমাদের দেশের এ্যাম্বুলেন্সগুলাও এই জাতের গাড়ি , অনেকের ফ্যামিলি বড় থাকলেও এই জাতের গাড়ি কিনতে দেখা যায় , ভাড়ায় চালানোর জন্যেও এই গাড়ির জুড়ি মেলা ভার । আমাদের দেশেও এই গাড়িকে ভিন্ন নামে ডাকা হয় যা মাইক্রো বাস নামে পরিচিত । অনেক মাইক্রোবাসের মালিকই জানেন না যে তাদের গাড়িকে Multi-Purpose Vehicle বলে ।
Noah , Townace , Litease , Hiace আরও নানা রকম MPV বাংলাদেশের রাস্থায় দেখা যায় ।
মূলত এই সব জাতের গাড়ির সংমিশ্রন ঘটিয়েই হাইব্রিট গাড়ি বানানো হয় ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৭