" আজকাল গরুও বাছুরকে দুধ খাওয়ানোর আগে আশে পাশে দেখে নেয় কোন DSLR ধারি আছে কিনা । DSLR একটা পাইলেই হইছে পোলাপাইন যা পারছে তাই তুলছে , অনেকে তো ফোটোগ্রাফি বলতে সুন্দর সুন্দর মানুষের ছবি তোলাকে বুঝায় , ছবির গায়ে লিখে রাখে অমুক ফোটোগ্রাফি , তমুক ফোটোগ্রাফি ।
যাই হোক দোষটা আসলে DSLR ধারিদের নয় দোষটা বরাবরের মতই আমাদের দেশের সিস্টেমের ।
DSLR ধারিদের শিল্প থেকে দূরে থাকা , সঠিক প্রশিক্ষণের অভাব , আমাদের দেশের সস্তা ফোটোগ্রাফি প্রতিযোগিতা , সর্বোপরি জানার অনাগ্রহ এবং সুযোগ থেকে বঞ্চিত হওয়াই ফোটোগ্রাফার না হয়ে ওঠার মূল কারন ।
মনে রাখবেন আপনি খুব কম সময়ে ফোটোগ্রাফার হয়ে উঠতে পারবেন যদি আপনি নিন্মোক্ত অল্প কিছু গুনাগুন অর্জন করতে পারেন ।
১. আপনাকে অবশ্যই স্বশিক্ষিত হতে হবে । আপনার স্কুল-বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের রেজাল্ট কত ভালো সেটার থেকেও আপনি মানুষ হিসেবে নিজের কাছে নিজে কেমন তা এইখানে মুখ্য ।
২. শিল্প সম্পর্কে অনেক বেশী আগ্রহ থাকতে হবে ।
৩. কবিতা পড়তে হবে ।
৪. দুঃখ থাকতে হবে ।
৫. ভালো টেকনোলজিক্যাল জ্ঞান থাকতে হবে ।
৬. ফোটোগ্রাফি করে টাকা কামাবো এই মনোভাব থাকা চলবে না ।
৭. ত্যাগ এর মনোভাব থাকতে হবে ।
৮. দার্শনিক মনোভাব থাকতে হবে ।
৯. একাগ্রতা থাকতে হবে ।
১০. বড় বড় ফোটোগ্রাফারদের ছবিকে মনোযোগ দিয়ে দেখতে হবে ।
১১. প্রচুর পরিমাণে পেইন্টিংস দেখতে হবে ।
১২. সততা থাকতে হবে ।
১৩. আপনার আশেপাশের অন্যান্য DSLR ধারিদের কথাবার্তা বা তাদের চিন্তা ভাবনা থেকে নিজেকে প্রভাব মুক্ত রাখতে হবে ।
১৪. আপনার নিজের কাজের অনুপ্রেরণা অনেক সময় নিজেকেই দিতে হবে ।
১৫. না ফোটোগ্রাফি আমার দ্বারা হবে না কখোনোই ভাববেন না দয়া করে ।
১৬. আপনাকে আলো দিয়ে শিল্প তৈরি করতে হবে এই কথা সবসময় মনে রাখতে হবে ।
১৭. ফতোগ্রাফি করার জন্যে যদি কোথাও অপমানিত হন তাহলে মনে রাখবেন আপনিই হবেন আপনার দ্বারাই হবে ।
১৮. সব সময় নিজের চিন্তা-ভাবনাকে উপরে রাখবেন ।
১৯. আপনি মিশুক না হলেও মানুষের সাথে মিশতে পারার গুন তৈরি করতে হবে ।
২০. ফোটোগ্রাফি সংক্রান্ত প্রচুর মুভি এবং ডকুমেন্টারি আছে , সেইগুলো দেখতে পারেন ।
আমার এইখানে লেখা কথাগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে , আমি নিজেকে এখনো ফোটোগ্রাফার ভাবি না , ফোটোগ্রাফির বাংলা হচ্ছে আলোকচিত্র শিল্প যার মানে আক্ষরিক অর্থে আলো দিয়ে শিল্প সৃষ্টি করা । আমি এখনো চেষ্টা করে যাচ্ছি শিল্প সৃষ্টি করার ।