আজকে রাত ২.০০ টায় সবাই জেগে থাকবে; মানে ব্রাজিল সমর্থক আর আর্জেন্টিনার সমর্থক, বা বলা যায় সবদেশের সমর্থক। অন্যদেশের সমর্থকেরা দেখবে ফুটবল, কে জিতলো কে হারলো সেসবে মাথা ব্যথা থাকবে না, ঠিক যেমন ব্রাজিলের আর আর্জেন্টিনার সমর্থকেরা জার্মানি বনাম ফ্রান্সের বেলায় নির্লিপ্ত থাকবে। কিন্তু ব্রাজিলের খেলা চলাকালীন আজকে ব্রাজিল সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকেরাও একেবারে আতশি কাঁচের নিচে টিভি'র পর্দাটাকে রাখবে। তারপর খেলা শেষে দু'দলের সমর্থকেরা ব্রাজিলের খেলার ভাল দিক আর খারাপ দিক বের করে আনবে। এতে দেখা যাবে ব্রাজিল প্রেমীরা ম্যাচের কোথায় কতটা ভাল না খেলে উত্তম খেলা যেত তা বলছে আর আর্জেন্টিনা প্রেমীরা ভুলগুলো নিয়ে মজা লুটবে। { মজার বিষয় ৫তারিখ ঠিক উল্টোটা ঘটবে }
তারপর হয়তো কমেন্টে কমেন্টে জ্বালাময়ী বক্তৃতা থাকবে, ব্রাজিল আর আর্জেন্টিনার মতো পৃথিবীর বিখ্যাত আর সর্বোচ্চ জনপ্রিয় দু'টো দলকে নানাভাবে অসম্মান করে খাদের কিনারায় টেনে নিয়ে যাবে।
পৃথিবীর আর কোনো দেশের ব্যাপারে জানি না, তবে এই দেশের এই দ্বৈরথ অনাবিল আনন্দদায়ী। একটা অদ্ভুত বিষয় লক্ষনীয় যে দল হেরে গেলেও তার সমর্থকেরা হারে না। কথা দিয়েই জিতে যেতে চায় ।
তবে আমি ব্রাজিলের সমর্থক হিসেবেই রাত ১০.০০ টা'র খেলাটাকে আতশি কাঁচের নিচে রাখবো। কেননা সমর্থক হিসেবে ধরে রাখছি ব্রাজিল আজকে জিতবে আর সে,মি'তে সে জার্মানির মুখোমুখি হবে। এ জন্যেই এটা চাইছি, জার্মানি আর ব্রাজিল ২০বার মুখোমুখি হয়ে ১২ বারই জিতেছে ব্রাজিল। আর ফ্রান্সের সাথে ১৪ বারের সাক্ষাতে ৬ বারই হেরেছে, আর ৩ বার ড্র। এর মাধ্যমে বোঝতে চাইছি না ব্রাজিল ফ্রান্সের চেয়ে দুর্বল দল ! ; কেননা ফুটবলের সবধরণের সমীক্ষায় ব্রাজিল ফ্রান্সের চেয়ে যোজন যোজন পরিমাণে এগিয়ে; এটা কেবল একজন ভক্তের চাওয়া। সবাই এমনই চায়, অনেক আর্জেন্টিনা প্রেমীও চায় সে,মি'তে ওরা কোষ্টারিকাকে পাক।
বস্তুত শেষ পর্যন্ত আমি সেটাই চাই যেটা ১৩ জুলাই এই গ্রহের সিংহভাগ মানুষ চায়।
All Latin Final ... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



কে চায় না এটা !!!!!!!!!!!!!!!!!!!!!!!

