আমি বিস্মিত ও হতবাক হয়ে যাই কিছু নির্বোধ মানুষের মানসিকতা দেখে যারা যা বিশ্বের এক নম্বর পেশাদারী সাইট লিঙ্কডইন (Linkedin) কে বৈবাহিক সাইট শাদি.কম অথবা সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের এর মত ব্যবহার করছে ।শিক্ষিত ও ভালো পেশায় থাকার পরও কেন তাদের এত চুলকানী মেয়েদের সম্পর্কে এখনও আমি বুঝতে পারিনা ! আমি বলছি না যে সবাই খারাপ হয় কিন্তু আমি কিছু শীর্ষ পেশাদার মানুষের থেকে কিছু আচরণ পেয়েছি যা অপ্রত্যাশিত ।
কিছু উদাহরণ দেই,
অনেকের মতে তারা তাদের বিবাহিত জীবন নিয়ে খুশি নয়।কিন্তু এটা কি সম্ভব হতে পারে যে তাদের সবার স্ত্রীরাই খারাপ! আর তারা ধৌত তুলশী পাতা! আবার তাদের মধ্যে অনেকে অবিবাহিত জাহির করবে নিজেকে বিবাহিত হলেও।
জানিনা কেন তারা বুঝতে পারে না স্বামী বা প্রেমিক সন্ধানে নয় আমরা এখানে পেশাদার কারণেই আমাদের অ্যাকাউন্ট খুলে থাকি এবং তাদের সংযোগ অনুরোধটি গ্রহণ করি। এটা শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি না অনেক নারীর অভিজ্ঞতা থেকে বলছি যারা আমার পরিচিত এবং এই সাইটে একাউন্ট আছে।
জানিনা এই নির্বোধগুলির কবে এই জ্ঞান হবে যে মেয়েরা এই জাতীয় মেসেজ পেলে খুশি বা উত্তেজিত
হয় না বরং খুবই বিরক্ত বোধ করে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৭