শ্যামলী থাকে কাকলিতে। তার বান্ধবী কাকলি থাকে পল্লবীতে। তাদের আরেক বান্ধবী পল্লবী থাকে শ্যামলীতে। একদিন শ্যামলী কাকলিকে ফোন করে বলল, "পল্লবী আসবে আজকে।" কাকলি জিজ্ঞাসা করল, "শ্যামলীর পল্লবী?।" শ্যামলী তখন কাকলি থেকে পল্লবীতে যাচ্ছিল। সে উত্তর দিলো, "পল্লবী তো পল্লবীতে থাকে না, আমি এখন যাচ্ছি পল্লবীতে।"
কাকলি কনফিউজড হয়ে গেল! সে বলল "তুমি পল্লবী, না তুমি পল্লবী থেকে বলছো? আমি এখন শ্যামলীতে"। শ্যামলী বলল, “না কাকলি, তুমি তো শ্যামলী না, আমি শ্যামলী”।
এদিকে পল্লবী, যে শ্যামলীতে থাকে, সে এক কাজে কাকলি গিয়েছিল। সেখানে সে জ্যামে আটকা তখনও। সে শ্যামলীকে ফোন করে বলল, "কাকলি কি কাকলিতে নেই?" শ্যামলী জবাব দিলো, "না, কাকলি তো পল্লবী থেকে শ্যামলী গিয়েছিল, আর আমি পল্লবীতে যাচ্ছি।"
পল্লবী তখন সিদ্ধান্ত নিলো কাকলিকে খুঁজতে শ্যামলীতে যাবে। ঐসময় কাকলি পল্লবীকে ফোন করে বলল, "পল্লবী, তুমি কি, শ্যামলীতে?”। পল্লবী ঠিকমতো শুনতে পায় নি। সে উত্তর দিলো, “না আমি তো শ্যামলীর সাথে না। শ্যামলী এখন পল্লবীতে।” কাকলি উত্তর দিলো, “তুমি তো কাকলিতে থাকা শ্যামলীর কথা বলছো, তাই না?”
পল্লবী কনফিউজড হয়ে ফোন রেখে শ্যামলীর উদ্দেশ্যে যেতে থাকে। কিন্তু পল্লবী শ্যামলীতে পৌঁছে দেখে, কাকলি তখন শ্যামলী থেকে চলে গেছে। ওদিকে তখন শ্যামলী তার আগেই পল্লবী থেকে কাকলির দিকে রওনা দিয়েছে।
শ্যামলী পল্লবী থেকে বের হয়ে কাকলিকে ফোন করে বলল, “কাকলি, আমি তো এখানে কাউকে দেখছি না। আমি তাহলে আমার বাসা কাকলিতে চলে যাই”। কাকলি তখন শ্যামলীকে বলল, “শ্যামলী, আমি তো শ্যামলীতে, পল্লবীকে পল্লবীতে আসতে বলো”। কিন্তু পল্লবী যখন পল্লবীর দিকে রওনা দিয়েছে, তখন শ্যামলী কাকলি থেকে শ্যামলীতে চলে গেছে। আর কাকলি শ্যামলী থেকে কাকলিতে।
তো শ্যামলী শ্যামলীতে গিয়ে, কাকলি কাকলিতে গিয়ে আর পল্লবী পল্লবীতে গিয়ে সিদ্ধান্ত নিলো যার যেটা নাম, সে সেই এলাকাতেই থাকবে এবং তারা আর একে অপরের সাথে যোগাযোগ করবে না। এভাবেই তাদের বন্ধুত্বের করুণ পরিসমাপ্তি ঘটল।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪০