""দিনটি ছিল ১৪৯২ সালের ১লা এপ্রিল ৷ দুর্ভাগ্য তাড়িত স্পেনের গ্রানাডাবাসী অসহায় নারী ও মাসুম বাচ্চাদের করুণ মুখের দিয়ে তাকিয়ে খ্রিষ্টানদের আশ্বাসে বিশ্বাস করে খুলে দেয় শহরের প্রধান ফটক ৷ সবাইকে নিয়ে আশ্রয় নেয় আল্লাহর ঘর পবিত্র মসজিদে ৷ শহরে প্রবেশ করে খ্রিষ্টান বাহিনী মুসলমানদেরকে মসজিদের ভেতর আটকে রেখে প্রতিটি মসজিদে তালা লাগিয়ে দেয় ৷ এরপর একযোগে শহরের সমস্ত মসজিদে আগুন লাগিয়ে বর্বর উল্লাসে মেতে ওঠে হায়েনারা ৷ লক্ষ লক্ষ নারী-পুরুষ-শিশু অসহায় আর্তনাদ করতে করতে জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় মসজিদের ভেতর ৷ প্রজ্জ্বলিত অগ্নিশিখায় দগ্ধ অসহায় মুসলমানদের আর্তচিত্কার যখন গ্রানাডার আকাশ-বাতাস ভারী ও শোকাতুর করে তুলল তখন রাণী ইসাবেলা হেসে বলতে লাগলো, 'হায় এপ্রিলের বোকা! শত্রুর আশ্বাস কেউ বিশ্বাস করে?' সেই থেকে খ্রিষ্টান জগত্ প্রতি বছর ১লা এপ্রিল আড়ম্বরের সাথে পালন করে আসছে- April Fool মানে 'এপ্রিলের বোকা' উৎসব ৷
কিন্তু এই তথ্য সত্য কিনা,তা যাচাই করা সম্ভব হচ্ছে না।কারন অনেকেরর মতে এপ্রিল ফুল,১৪৯২ সালের অনেক আগে থেকেই প্রচলিত।
যুক্তিসংগত কারন থাক বা না থাক।নিজের বিবেক দিয়েই চিন্তা করে দেখুন,এটা কি ঠিক?কাউকে বোকা বাননো নিশ্চই ভাল কাজ নয়।কেনই বা আমরা বিদেশিদেরকে অনুকরন করছি।অনুকরন করতে গিয়ে নিজের সত্ত্বা হারিয়ে ফেলছি না তো???
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:০১