বিশ্বাসের ভাইরাসে বিশ্ব আজ আক্রান্ত,
পাপের বলিষ্ঠ কণ্ঠস্বরে পৃথিবী জর্জরিত,
অন্যায়ের প্রকাশ্য থাবায় মানুষ আতঙ্কিত,
অত্যাচারের তীব্রতায় সংখ্যালঘুরা শঙ্কিত,
ক্ষমতার নেশায় পরে মনুষ্যত্ব হয় বর্জিত,
খুন-গুম-হত্যায় পুরো দেশটাই কুলষিত,
অশিক্ষিত পরিকল্পনায় দেশটা প্রায় মৃত,
রাজনীতির চরম পর্যায়ে জনগণ নির্যাতিত,
জীবন নাশের সম্ভবনায় মানব হৃদয় আহত,
কুখ্যাতদের কবলে শিক্ষকরা হয় অপমানিত,
তাইতো বাংলাদেশের সবার এটাই প্রার্থনা,
কোথায় এগুলোর সর্বশেষ বল দেও সম্ভাবনা।
বিঃদ্রঃ আমাদের দৃষ্টিহীন প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা অর্থাৎ আমাদের সরকারের মন ভ্রমরের চাঁক,পলকে দেয় আঠারো (১৮) পাঁক।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ২:১৫