আজ বিশ্ব মা দিবস। যাদের মা বেঁচে আছে, তাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা অনেকেই আজকে দিনের একটা বিশাল অংশ মায়ের সংস্পর্শে কাটাচ্ছে। আর অনেক হয়ত দেশের বাইরে থাকার কারণে মায়ের পরশ পেতে ব্যর্থ হয়েছে। যাদের মা বেঁচে নেই তারা মহান আল্লাহ তায়ালার কাছে তার জন্য প্রার্থনা করছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পরম সুখ দান করেন।
কিন্তু আমি এক হতভাগা সন্তান যে দেশে থেকেও গত প্রায় ১ বছর মায়ের সংস্পর্শ পাই নি, পাই নি তার আদর মাখা স্নেহ, পাই নি তার ভালোবাসার একটু পরশ। সাংবাদিকতার পেশায় নিয়োজিত থাকার কারণে গত ঈদেও ছুটি পাই নি। পরিবার পরিজন ছাড়া একাই ঈদ কাটাতে হয়েছে আমাকে। তবে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি।
আজ সকালে বাড়িতে ফোন দিলে প্রথমে বাবা তারপর কথা হয় মায়ের সাথে। প্রতিদিনের মত শারীরিক খোঁজ খবর নিয়ে আজও জানতে চাইলেন ‘বাবা, তুই কবে আসবি।’ এরপর বললেন, ‘বাড়িতে আম, কাঁঠাল, লিচু পাঁকছে। ১/২ দিনের জন্য হলোও ছুটি নিয়ে আসবি কিন্তু।’ আমি সব সময়ের মত একই জবাব, ‘আসবো মা, আসবো।’...........................