তবে তাই হোক,
থাক, ভালো থাক।
ভালোবাসা সব -
পক্ষপাতেই বেঁচে থাকুক।
আর আমি চেয়ে দেখি -
তারাদের ঝলমলে সমাবেশে
কি দারুন টুপটাপ ঝরে পড়ে
আর্তনাদের কারুকাজ!
কষ্ট লুকানো রাত্রি যখন
গুমরে উঠে চোখ করে লাল, পূব আকাশে -
আমি তবু থাকি নিশ্চুপে একা
ভালোবাসার পক্ষহীনে।
আর আমি সুবহে সাদেকে
পাখিদের সাথে প্রার্থনা করি
যেন প্রতিদিন, প্রতিক্ষণে -
তিনি উছলে ওঠেন ঝকমকিয়ে!
ভালোবাসার অভাব, যখন
তাড়িয়ে বেড়ায় হুলিয়া নিয়ে
এধার হতে ওধার আমায়
নির্নিমেষে হাতড়ে মরি একটু পরশ।
শুণ্য করি বজ্রমুঠি
বুকের মাঝে খামচে ধরি -
একফালি সুখ, দু'হাতে ও'মুখ
এক লহমার একটু আদোর, তাইতে মরি!
অভাবে - আবেশে
বিরহ - বিবশে
একাকী - উদাসী
নিজ সনে বলি...
তবু তাই হোক,
থাক, ভালো থাক।
ভালোবাসা নিয়ে
আমার মানুষ, সুখেই থাকুক।
#অযাচিত_কালিদাস