যারা "Eluveitie" শুনেন নাই অথবা "ফোক মেটাল" এর সাথে পরিচিত নন মূলত তাদের জন্যই এই পোষ্ট।
জন্মের শুরু থেকেই "মেটাল" তার মুক্ত চর্চায় বিশ্বাসী এ কারনেই এখন "মেটাল" এর এত সাব-জেনর তৈরী হয়েছে। "মেটাল" কখনই এক ধাঁচের সংগীতে আবদ্ধ ছিল না, যারা বলে যে সব মেটালই এক তারা ভূল বলে(না বুঝে বলে)। আমার মতে "মেটাল" প্রেমিরা জেনর নিয়ে যে পরিমাণ মাথা ঘামায় তা অন্য কোন মিউজিক প্রেমীরা ঘামায় না। যাই হোক আজকে জেনর নিয়ে কোন ক্যাচাল এ যাবো না। শুধু নতুন একটা জেনর এর আলাদা স্বাদের একটি ব্যান্ডের কথা বলতে এসেছি।
"ফোক মেটাল বা ফোক ডেথ মেটাল" নাম হয়ত অনেকে শুনেছেন, যা মূলত "হেভী মেটাল"এরই সাব-জেনর। ১৯৯০ এর দিকে মুলত এর সূত্রপাত। ধারনা করা হয় "Skyclad" ই প্রথম ফোক মেটাল শুরু করে, ব্যান্ড নিয়ে মতভেদ থাকলেও উত্তর-পশ্চিমের ইউরোপিয়ান দেশ গুলো থেকেই যে এর উৎপত্তি তা নিয়ে কারো মতভেদ নেই।
এখন আসা যাক "Eluveitie" এর প্যাচাল এ। ২০০২সালে প্রতিস্ঠিত এই সুইজারল্যান্ড এড় ব্যান্ডটি অনেককেই নতুন করে ফোক মেটাল নিয়ে ভাবতে শুরু করিয়েছে। তাদের প্রথম সম্পূর্ণ এ্যালবাম বের হয় ২০০৬ সালে। ২০০৭ এ তারা "Nuclear Blast" এর সাথে চূক্তি করে।
Nuclear Blast এর ব্যানারে বের হওয়া Slania(২০০৮) সুইস চার্টে ৩৫ এবং জার্মান চার্টে ৭৫তম স্হান দখল করে নেয়।
এলুভেটির মূল ইন্সট্রুমেন্টগুলো সবই ইউরোপের লোকজ সংগীতের ইন্সট্রুমেন্ট। ছোটবেলার ব্যাগপাইপার এর গল্পের কথা মনে আছে?? এই ব্যাগপাইপ এর ব্যাবহার এলুভেটির গান গুলোতে শুনতে পাবেন। Eluveitie এর Inis Mona গানটি MTV টপ চার্টে টানা ৩ সপ্তাহ ছিল।
আচ্ছা এখন ব্যান্ড এর টোটাল বায়োগ্রাফি দেখা যাক :
||||Members||||
*Chrigel Glanzmann – vocals, mandola, whistles, pipes, gaita, acoustic guitar, bodhrán (since 2002)
* Meri Tadic – violin, vocals (since 2003)
* Merlin Sutter – drums (since 2004)
* Siméon Koch – lead guitar (since 2004)
* Ivo Henzi – rhythm guitar (since 2004)
* Anna Murphy – hurdy gurdy, vocals (since 2006)
* Kay Brem – bass guitar (since 2008)
* Päde Kistler – bagpipes, whistles (since 2008)
|||||Former members||||
* Sevan Kirder – bagpipes, flutes, whistles, vocals (2003–2008)
* Rafi Kirder – bass guitar, vocals (2004–2008)
* Severin Binder – bagpipes, flutes, whistles, vocals (2004–2006)
* Linda Suter – fiddle, vocals (2003–2004)
* Sarah Kiener – hurdy gurdy, crumhorn, accordion, vocals (2005–2006, guest 2009)
* Dani Fürer – lead guitar (2003–2004)
* Dide Marfurt – hurdy gurdy, bagpipes (2003–2004)
* Gian Albertin – bass, vocals, sound effects (2003–2004)
* Dario Hofstetter – drums (2003–2004)
* Yves Tribelhorn – rhythm guitar (2003–2004)
* Philipp Reinmann – Irish bouzouki (2003–2004)
* Mattu Ackerman – fiddle (2003–2004)
||||Guest musicians||||
* Fredy Schnyder – guitar (2009)
* Mina the fiddler – fiddle (2009)
* Oliver Sa Tyr – nyckelharpa (2009)
* Alan Averill – vocals (2009)
* Torbjörn "Thebon" Schei – vocals (2010)
* Brendan Wade – uilleann pipes (2010)
* Dannii Young – spoken voice (2010)
||||Studio albums||||:
Spirit (2006)
Slania (2008)
Evocation I - The Arcane Dominion (2009)
Everything Remains as It Never Was (2010)
নতুন অ্যালবামের একটি গান :
লাইভ ইনিসমোনা :
যাই হোক তো শুনা শুরু করুন "Eluveitie"
আর শেয়ার করুন কার কেমন লাগলো।
beemp3 তে মোটামুটি ওদের সব গানই আছে..।
নতুন অ্যালবামটাও পাইছি..।
খাড়ান আপলোড শেষ হইলেই লিংক টা দিয়া দিমু, টেনশন নিয়েন নাহ
Eluveitie - Everything Remains (As It Never Was) - 320 Kbps
Eluveitie - Everything Remains (As It Never Was) - 320 Kbps
Eluveitie - Spirit (2006)