আমি : কিরে হাতে কি?
এক ছোট ভাই : ভাই এইতো পান্জাবি, আজিজ থেইকা কিনা আনলাম।
আমি : এই সিজনে পান্জাবি, কি কস!!!(একটু অবাক হয়ে)
ছোট ভাই : (আমার চেয়ে ডাবল অবাক হয়ে) ঐ মিয়া কই আছো ১৪ তারিখ পয়লা বৈশাখ জানো না !! পান্জাবি পইরা রমনায় যামু !!
রমনা যামু ভালো কথা, তাই বইলা নয়া ড্রেস কিনা যাইতে হইব !!
এই কয়েক বছর যাবত এই ট্রেন্ড দেখছি, আমরা স্হানীয় রা আজীবন ঢাকায় থেকে যা দেখি নাই
তা মোটামুটি শেষ ৪-৫ বছর এ দেখে ফেলেছি। দু্ই দিন হয় নাই ঢাকায় আসছে সেইসব পোলাপাইন যখন বলে আপনারা কালচার এর কিছু জানেন না, রমনায় কি হয় না হয় এ নিয়ে যখন আমাদের লেকচার দেয় তখন যে কেমন লাগে !!!
পান্তা-ভাত খাওয়া নিয়ে আমার কোন সমস্যা নাই এইটা আমার জন্মের পর থেকেই দেখে আসতেছি
খেয়ে আসতেছি (বাসায়)। হালখাতায় নাম লিখার পর মিষ্টি খাওয়ার কথা এখনও মনে পরে তবে এখন আর আগের মত হালখাতা নিয়ে উত্ত্তসবটা হয় না । যাই হোক তখন মেজাজ খারাপ হয় যখন শুনি রমনায় গিয়ে পান্তা-ভাত খাওয়া টা নাকি কালচার !!!
বাপ-দাদারা সবসময় বাসায় খেয়ে আসছে, বাবার হাত ধরে মাওয়া থেকে ইলিশ কেনার কথা মনে আছে.....কিন্তু রমনা যেয়ে বা বাইরে কোন রেস্তরা থেকে পান্তা-ইলিশ খাওয়া কবে থেকে কালচার হল বুঝলাম না!!!!!
যাই হোক বিকালে বের হলাম একটু টিএসসি যাবো এই চিন্তা নিয়ে, শালার কোন রিকশাই পাইনা।
পাইলেও যেই ভাড়া চায় তাতে ঠাটায় চটকানা মারতে ইচ্ছা করতেছিল। রিকশা পাব কিভাবে সব তো বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড যাত্রী নিতে চায়। হাল আমলের ফ্যাশনে পরিণত হয়েছে এসব উৎসব এর দিনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরা। এমনকি ২১শে ফেব এর ছুটিকেও এরা উৎসব হিসেবে নিয়ে ঘুরতে বের হয়।
অনেক আজাইরা কথা বললাম, কেউ মাইন্ড খাইয়েন না আবার.....
হতে পারে এগুলোই এখনকার "কালচার".....
অনেকে বলতে পারেন যে আমি "আনকালচার্ড","ক্ষ্যাত" ইত্যাদি...।
ব্যাপার নাহহহহহহ.....বলতে থাকেন..।