মো : ইসমাইল (হুদা নাম) ।
আমাদের এলাকার খুব সাধারন একজন মানুষ হয়ে তার পদার্পন ২০০০-০২ সালে।
প্রথম দিকে তার বিশাল টাকের কারনে সবার নজর কারেন তিনি। যাই হোক এরপর আর দশ জন ভাড়াটিয়ার মতই সে এলাকায় তিনি তার জীবন যাপন শুরু করেন । এরপর আবার তিনি নজরে আমাদের আসেন তার বড় মেয়ের কারনে ২০০৪ সালে (সেইরাম সুন্দরী ছিল না তবে অনেকেই পাগল ছিল)। তখন থেকেই মূলত পোলাপাইন তাকে সালাম-কালাম ও তার স্বাস্থের খবরা-খবর নেওয়া শুর
করে ।
২০০৫ এর শেষের দিকে তিনি সর্বপ্রথম চমক দেন : নিশান সানি ই-এক্স কিনে (প্রথম দিকে আমরা ব্যাপার না বলে চালিয়ে দিলাম)।
২০০৬ এর মাঝের দিকে ২য় চমক :"রুপায়ন" এর তৈরী বিল্ডিং এর একটি নয় দুটি নয় পুরো চারটি ফ্লাট এর মালিক বনে যান তিনি (প্রায় ১ কোটি বিশ লাখ টাকা ব্যায় হওয়ার কথা) ।
এইবার এলাকার পোলাপাইন একটু ভালো করে খবর নেওয়া শুরু করে যে সে আসলে কি করে।
অত:পর জানা গেল তার কর্মস্হল !!!!!!!!
২০০৮ এর প্রথম দিকে তারা আমাদের এলাকা ছেড়ে দামি এলাকায়(বনানী) চলে যায়।
পরে শুনেছিলাম সেখানেও তিনি ফ্লাট কিনেছেন।
তো এবার বলুন এই ভদ্রলোক যিনি কিনা ৬০০০ টাকা বাসা ভাড়া দিয়ে ঢাকায় তা জীবন-যাপন করত সেই একি ব্যাক্তি কিভাবে কোন ব্যাবসা ছাড়া শুধু চাকরী করে ৮ বছরে কোটি-কোটি টাকার মালিক বনে যান??? পারলে কন হে কিসে চাকরি করত?????
কাস্টমস্ এর এ্যাসিস্টেন্ট সিকিউরিটি অফিসার ।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৬