আবির ভাই : ঔ চল তরে এক কঠিন জায়গা থে ঘুরাআ নিআ আসি..।
আমি : ধুর ভাই আজকা না....কাম আসে..।
বড় ভাই : আররে চল মজা পাবি।
পুরান ঢাকার মোনাশ ভাই এর এলাকা তে আসলাম...তারপর একসাথে গেলাম এক চার তলা বাড়ির নিচ তলায়..।
ঢুকার সাথে সাথে নাকে এল দামি কোনো পারফিউম এর সুগন্দ্ধ ...বামে ঘুরে তাকাতেই দেখলাম হাজার হাজার জিলেট ফোম আর জেল প্লাসটিক পেকেট এ প্যক করা...। আমি মনে করলাম এরা মনে হয় জিলেট এর ডিলার কিন্তু আরেকটু সামনে যেতেই দেখি Dove এর Lotion+Shampoo এর বোতল...এইবার তো আমি পুরাই Confused!!!...যাই হোক সামনের দিকে অগ্রসর (বড়ো হল রুম এর মতো) হতেই এক প্রচন্ড ধাক্কার মত খেলাম..। বাপ এতো দেখি পুরা কারখানা..!! ৪-৫ জন লোক একটি বড় জার এ কি কি জানি মিক্স করতেসে আর একটু পর পর সেখান থেকে ৩-৪ জন লোক মগ দিেয় এনে Dove Lotion এর বোতল এ ঢালছে!! এতক্ষন পর মোনাশ ভাই মুখ খুললো : শীতকাল তো তাই Lotion এর চাহিদা বেশি !! ঐ দিকে আবির ভাই : কিরে বেটা মজা পাস নাই??..তারপর ঐ খানেই একটা ছেলের সাথে কতক্ষন কোথা বলার পর বের হয়ে আসি.। বাইরের লোকদের বেশিক্ষণ থাকার নিোম নাই..!!!
বাকি কাহিনি :
উক্ত কারখানায় নিম্ন লিখিত পন্য(নকল) সমূহ প্রায় সারা বছর ই উৎপািদত হয় :
01. Gillette Shaving Foam+Gel (সবচে বেশি)
02. Dove Shampoo+Lotion
03. Vaseline
04. Pop hair gel
05. আরো কিছু নাম না জানা ব্রান্ড এর প্রসাধনি.।
আমার এই লেখার উেদ্দশ্য ব্লগার ভাই-ব্রাদার দের সতর্ক করে দেয়া....জিলেট/ডাভ এর ব্যাবসায় গ্যন্য়াম করা নয়.।!! তাই সবাই কে একটু দেখে শুনে বুযে কেনার পরামর্শ দিচ্ছি..
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৫