অফিস বাঙ্ক কইরা চইলা গেলাম শাহবাগের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে ...
প্রিয় সহব্লগারদের সাথে এমন মিলন মেলার সুযোগ কেই বা হাতছাড়া করতে চাইবে বলুন...
পৌঁছুতে বেজে গ্যালো সন্ধ্যা ছ'টা..
অডিটোরিয়াম কানায় কানায় পূর্ন,দাড়িয়েই উপোভোগ করলাম আয়োজনটি.... গিয়েই পেলাম পাবলিক লাইব্রেরির মহাপরিচালকের বেশ রসালো বক্তব্য
তারপর একে একে অন্যান্য ব্লগের সংশ্লিষ্ঠরাও তাদের কথা বলে গেলেন....
সুন্দর এবং বেশ গোছানোই ছিলো আয়োজনটি...যৌথভাবেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৌশিক এবং শরৎদা....
সাথে ছিলো অন্যান্য ব্লগের কর্তাব্যাক্তিরাও
তাছাড়া এবছর ব্লগ দিবসের অনুষ্ঠানে সামুর প্রথম সেরা দশজন ব্লগারেরও নাম ঘোষনা করা হয়
তারা হলেন
১। ইমন জুবায়ের
২।মাহমুদুল হাসান কায়রো
৩।ফিউশন ফাইভ
৪।আলিম আল রাজি
৫।জাহাজী পোলা
৬।শায়মা
৭।রেজোওয়ানা
৮।আরিয়ানা
৯।ডিসকো বান্দর
১০।আসিফ মহিউদ্দীন
সেই সাথে সামুর সামুর ১০০০০০তম ব্লগার আশিকুর রাসেল পুরস্কৃত করা হলো,পুরষ্কার হিসেবে ছিলো একটি ল্যাপটপ এর পাঁচ হাজার টাকার বই
মনে মনে ভাবছিলাম ,আমরা কি দোষ কর্লাম
এইতো
মোটামুটি সকল ব্লগারদের সাথেই কুশল বিনিময় হলো,সবাই বেশ আন্তরিক...বিশেষ করে ব্লগার শিপু ভাই ,ব্লগার জাহাজী পোলা ব্লগার ছোটমির্জা, ব্লগার তন্ময় ফেরদৌস,ব্লগার আরিফ রায়হান মাহি,ব্লগার আব্দুল্লাহ আল মনসুর ,ব্লগার সুপান্থ সুরাহী ,ব্লগার নোমান নমি ,ব্লগার নিশাচর ভরঘুরে ,ব্লগার রাষ্ট্রপ্রধান,ব্লগার সহ্চর ,ব্লগার অস্তিমিত গন্তব্য ,ব্লগার রুদ্রপ্রতাপ ,ব্লগার জিশান শা ইকরাম ,ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয় ,সামুর কর্নধার আরিল ,ব্লগার মুখপোড়া ,ব্লগার ইশতিয়াক আহমেদ চয়ন ,ব্লগার কালাম আজাদ বেগ, ব্লগার রোকন রাইয়ান এদের কথা না বললেই না ...আরো নাম না জানা অনেকইতো রয়েছেন
অনুষ্ঠান শেষে হালকা খানাপিনাও ছিলো
পরে অবশ্য আমাকে ব্যাক্তিগত ব্যস্ততার কারণে চলে আসতে হয়
শুভ হোক বাংলা ব্লগিং দিবস,সর্বক্ষেত্রে উম্মুক্ত হোক বাংলা ব্লগের পদচারনা....
বি:দ্র: ফটুকও আসতেছে ,একটু ওয়েটাইতে হবে