জানালার কাঁচে বহুদিন বৃষ্টি ছোঁয়া হয় না, ঝাপসা কাঁচের মত ধীরে ধীরে চোখদুটো ঝাপসা হয়ে যায় !
দূর থেকে একদল কুকুর সমস্ত শক্তি দিয়ে ডেকে যাচ্ছে !
চমকে পিছনে তাকাই, যেমনটা তাকাতাম কুড়ি বছর আগে !
ভালবাসা কখনো বৃদ্ধ হয় না,শুধু সময়ের অন্তরালে হারিয়ে যায়...
ট্রাঙ্কের আড়ালে সযতনে রাখা চিঠিগুলি বের করে মেলে ধরি,
বসন্তের হলদে রঙ তার ভীষণ প্রিয় ছিল। দেখো, চিঠিগুলিও আজ হলদে হয়ে গেছে !
চিঠির ভাঁজে তার দেয়া বেলী ফুলের সেই গন্ধ আজো নতুন !
কুড়ি বছর আগের স্পর্শ আজো নির্মম লাগে, প্রয়োজন কি ছিল তার?
কুড়ি বছর...খুব কি বেশি সময়?
সময়ের বেখেয়ালি চলনে কুঁচকে যাওয়া কপাল নিয়ে তাকিয়ে থাকি!
জানালার কাঁচে বহুদিন বৃষ্টি ছোঁয়া হয় না !
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৪