১ম পরিচ্ছেদ
'বাসে' চড়ে বীণা রায়
চলেছেন বেহালায়,
পড়িতেছে টিপে টিপে বৃষ্টি;
আর কে চলেছে সাথে?
লক্ষ্য নাইকো তাতে
-পুস্তকে নিবদ্ধ দৃষ্টি!
(চলেছে গোবর্ধন মিত্র)
নয়নের কিনারায়
এলো যবে বীণা রায়
ঝুমকো ঝুলায়ে দুটি কর্ণে;
চরণে নাগরা পরা,
শাড়িটি ঘাগরা করা,
সুর্মা মাখানো আঁখি পর্ণে।
(দেখিল গোবর্ধন মিত্র)
এলো খোঁপা চুলগুলি,
হাতে শুধু সরু রুলি,
কণ্ঠে চিকন চারু হার গো।
গালেতে লাগেনি চুন,
কিম্বা ধরেনি ঘূণ,
পাউডার,ওটা পাউডার গো।
(বুঝিল গোবর্ধন মিত্র)
বয়স কত বা হবে
সে কথা কেই বা কবে,
দেখিতে নেহাৎ রোগা তন্বী,
তবু ওই দেহ ঘিরে
দেখা যায় শিখাটিরে
ভিতরে জ্বলিছে যার বহ্নি!
(তাতিল গোবর্ধন মিত্র)
বদনের সদরেতে,
রাঙা রাঙা অধরেতে,
ভদ্র হাসিটি আছে তৈরি,
চোখে যেন আছে ভাষা,
বুকে যেন আছে আশা,
স্বাস্থ্যটা শুধু তার বৈরী।
ভাষাহীন সে ভাষার
সীমাহীন সে আশার
মূর্তি দেবে সে কোন শিল্পী?
নহে এ তো সাধারণ
দোকানের পুরাতন
চিরপরিচিত বাসি 'জিল্ পি'।
(আকুল গোবর্ধন মিত্র)
এ যে বাঙালির মেয়ে,
নব 'কালচার' পেয়ে
চপ ও সুক্তো একসঙ্গে।
দাঁতগুলো চকচকে
ঠোঁটে রঙ টকটকে,
ধন্য করিছে এই বঙ্গে
(মুগ্ধ গোবর্ধন মিত্র)
সহসা কাটিল তাল,
ছিঁড়িল স্বপন-জাল
মহাকাল করিলেন রঙ্গ।
'বাসে' 'বাসে' কলিশন
হয়ে গেল কি ভীষণ,
চট করে হল রসভঙ্গ।
(ব্যাকুল গোবর্ধন মিত্র)
২য় পরিচ্ছেদ
চোখ বুজে বীণা রায়
শুয়ে আছে বিছানায়
মেডিক্যাল কলেজের কক্ষে।
'বেশি কিছু নাই ভয়'
ডাক্তার এসে কয়
যন্ত্র লাগায়ে তার বক্ষে।
(পার্শ্বে গোবর্ধন মিত্র)
তিন দিন,তিন রাত
শুয়ে থাকে দিনরাত
পুলকিয়া সকলের মন গো।
ভাল হল বীণা রায়
ফিরে গেল বেহালায়,
ট্রামেতে করিয়া আরোহণ গো।
(সঙ্গে গোবর্ধন মিত্র)
দুটি মাস না কাটিতে
বেহালার সে বাটীতে
বাজিয়া উঠিল নানা বাজনা ;
বীণা রায় করে বিয়ে
সারা দেহমন দিয়ে
শুধিবারে সমাজের খাজনা !
(বর সে গোবর্ধন মিত্র)
৩য় পরিচ্ছেদ
গোবর্ধন মিত্র মোর বাল্যসহচর।
বিবাহের দুবছর পর
সেদিন তাহার সাথে দেখা হল হেদুয়ার ধারে।
নানাবিধ গল্প হল ; অবশেষে কহিলাম
তারে-
'চা খাবি তো চল
দেখ তো এ আধুলিটা ভালো না অচল ;
ওটাই সম্বল!'
ম্লান হেসে
কহিল সে-
'মেকি কি না
বলতে পারি না।
মেকি ধরা শক্ত ভাই - যদি পারিতাম
তাহলে কি বিয়ে করিতাম ?'
ধরি তার হাত
শুধানু - 'অর্থাৎ ?
এটা কি বলিস !'
সে কহিল - "স্ত্রীর মোর বয়স চল্লিশ !
১৯০৯ সনে
সে মোর বাবার সনে
করেছিল 'এনট্রান্স' পাস।
বিয়ে করে শেষে দেখি - আরে সর্বনাশ !"
কিছুক্ষণ পরে গবু কহিল আবার -
'এখন কেবল ভাই সান্ত্বনা আমার
এই দেখ ' - বলিয়া
সে একখানি রুমাল খুলিয়া
সম্মুখেতে ধরিল তুলিয়া এবং কহিল পুন -
'এমৱয়ডারি ভাল করে,
- ওইতেই আছি ভরপুর !'
দেখিলাম,রুমালেতে আঁকা এক কুব্জ ময়ূর।
[বনফুল ]