আপনারা অনেকে জানেন যে, আগামী ২৫ মার্চ ২০০৯ বিকাল ৩টায় “রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি”-তে বাংলাদেশ অনলাইন ব্লগার্স কমিউনিটি-র আয়োজনে একটি বড় কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আমাদের কার্যক্রম চলবে সন্ধ্যা ৮টা পর্যন্ত.....
উক্ত কার্যক্রমে যা যা থাকছে:
#০১ শহীদদের শ্রদ্ধা জানানো
#০২ একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর
#০৩ যুদ্ধাপরাধীদের কৃত-কর্মের উপর প্রদর্শনী
#০৪ সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন
#০৫ মানব-বন্ধন
উক্ত অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের সবার সাহায্য দরকার। এই কার্যক্রমটিকে আরো বেশি করে প্রচার করার জন্য আমি একটি প্রস্তাব রাখছি আপনাদের কাছে। সেটি হচ্ছে, “আপনাদের পরিচিতদের কাছে ই-মেইল ও মোবাইলে এসএমএস-এর মাধ্যমে এই কার্যক্রমটির কথা জানানো।”
যেমন: একই বার্তা আমি একজনকে পাঠিয়ে বললাম অন্যদের পাঠাতে। আমি ইতি মধ্যে আমার পরিচিতদের এসএমএস-এর মাধ্যমে তা পাঠিয়ে দিয়েছি এবং তারাও অন্যদের পাঠাচ্ছে। এই কাজটি যদি আপনারা সবাই করেন, তাহলে আমরা এই কার্যক্রমটিকে আরো ব্যাপক আকারে তুলে ধরতে পারবো।
যে বার্তাটি পাঠাবেন:
A program will held on 25 March @3pm in RayarBazar Boddho Bhumi> Against War Criminasl
U r invited & invite to other
Plz..Forward this sms to other
=============================================
উক্ত অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদের “সাউন্ড-সিসটেম” দরকার। কিন্তু আমরাদের ফান্ডে এখন কোন টাকা নেই। এই কার্যক্রমের ব্যয় আমরা ক’জন বহন করছি। যা কষ্ট সাধ্য।
জরুরি ভিত্তিতে আমাদের বেশ কিছু টাকা দরকার।
অর্থ পাঠানোর জন্যঃ
MAHMUDUL HASAN
A/C No. 103-101-26508
DUTCH-BANGLA BANK LIMITED
অথবা
MAHMUDUL HASAN
A/C No. 18-3094782-01
STANDARD CHARTERED BANK LTD.
টাকা পাঠানোর পর এই ই-মেইলে জানাবেন।
[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:০০