সম্মোহিনী
অরণ্য আবীর
নেশার মত লাগে, ঘোর কাটে না তোর
তুই কি শুধু স্বপ্ন হয়ে, থাকবি নিশি ভোর
তুই কি শুধু ধোঁয়ার মত ভাসবি হাওয়ার মাঝে
তোর নেশাতে মাতাল আমি সকাল দুপুর সাঁঝে
তোর দুচোখে তাকাই যখন বুকটা উঠে কেঁপে
হৃৎপিন্ডের সব ধমনী কেউ কি ধরে চেপে
তোর দুঠোঁটের হাসির ঝলক যখন দেখতে পাই
হাজার ভোল্টের তড়িৎ শকে প্রাণটা বুঝি যায়
মাতাল হাওয়ায় চুল গুলো তোর শূন্যে যখন উড়ে
আকাশটাকে দেয় যে ঢেকে কাল বৈশাখী ঝড়ে
টোলপরা তোর গালটা যেন মস্ত গোলাপ ফুল
ছুঁব বলে হাত বাড়ালে বুঝতে পারি ভুল
তোর কপালের লাল টিপটা ভোরের বর্ণমাল
দিনের শেষে সাঝ বেলাতেও ধরায় বুকে জ্বালা
যুগল ভুরুর উপত্যকায় কাজল দিঘীর চোখ
বাঁকা ঠোঁটে মিষ্টি হেসে তাকালে পাই সুখ
উথালপাথাল যৌবন তোর ভরা নদীর বাঁক
চাতক হয়ে প্রতীক্ষায় রই কবে পাবো ডাক
বসন্ত যায় শীতের শেষে, কোকিল ডাকে বনে
আমার প্রহর শেষ হয় না, বছর মাস দিন গুনে
১লা জুন ২০১৬ ।। উত্তরা