অরণ্য আবীর
আরও একটু সাহস পেলে
তোমার কাছে যেতাম।
কপালের ঐ টিপ টি ধরে, আদর করে
একটু ডানে সরিয়ে দিয়ে, ঠিকটি করে দিতাম।
আরও একটু সাহস পেলে
তোমার কাছে যেতাম।
আরও কাছে, পাশে বসে
চুলের কাটা খুলে ফেলে, এলো চুলে
দুহাত তুলে, হাত বুলায়ে দিতাম।
আরও একটু সাহস পেলে
তোমার কাছে যেতাম।
তোমার কোমল নরম গালের
উষ্ণ পরশ নিতাম।
হাসলে যেথায় টোল টি পড়ে, ছোট্ট করে
অল্প ছুঁয়ে, আদর করে দিতাম।
আরও একটু...
শুধু আরও একটু সাহস পেলেই
তোমার কাছে যেতাম।
দস্যি হয়ে, তোমার দুটি গোলাপ ঠোঁটে
অনেক যত্নে, আদর টুটে
আলতো চুমু খেতাম।
আরও একটু সাহস পেলে
তোমার কাছে যেতাম।
তোমার কোলে মাথা রেখে, জ্যোৎস্না মাখা
ঐ অপরূপ, দেখে দেখে
হৃদয় ভরে নিতাম।
আরও একটু সাহস পেলে
তোমার কাছে যেতাম।
আমার সকল স্বপ্ন আশা, ভালবাসা
সব কিছুই তোমার কাছে
উজাড় করে দিতাম।
উত্তরা ।। ২২ অক্টোবর ।। ২০১৪