আঙ্গুলে এক পিঠে একটা আংটি পরিয়ে
তোমাকে বন্দি করতে চাই না
চাই না সরকারী কাগজের টিপসই এর দাসত্ব
দেন-মোহরের বিনিময়ে
তোমাকে খরিদ করতে আমার খারাপ লাগবে
তার চেয়ে এই ভাল
প্রমের বন্ধনে বন্দি কর আমায়
ভালোবাসার ক্রীতদাস হয়ে থাকব আজীবন
হৃদয়ের বিনিময়ে হৃদয়ের অদল বদল
একসাথে স্বপ্ন বুনব এক ছায়া তলে
আমাদের চাওয়া পাওয়া থাকুক স্বতন্ত্র
আমাদের আমিত্বে থাকুক নিজস্ব সম্মান
আমাদের ব্যাক্তি সত্তায় থাকুক স্বকীয়তা
ব্যাক্তি স্বাধীনতায় থাকুক পূর্ণ অধীকার
কোন দায়বদ্ধতায় নয়, নয় কোন প্রতিশ্রুতি
আমাদের বন্ধন আটুট থাকুক
পরস্পর বিশ্বাসে
কারন
বিশ্বাস হীন কোন সম্পর্ক কখনো টিকে থাকে না
তা হোক সাত পাকে বাধা অগ্নি মন্ত্রে
কিংবা কাজীর কালামে
অরণ্য আবীর।।
উত্তরা ।। ২৯ সেপ্টেম্বর ।। ২০১৪