ক্ষয়িষ্ণু জীবন
অরণ্য আবীর
তিল তিল করে ক্ষয় হয় যাপিত জীবন
প্রমত্তা ঢেউ ও এক সময়
তীরে এসে মিলিয়ে যায়
পরে থাকে মূল্যহীন সফেদ ফেনা
সময়ের সাথে সাথে বাতাসের কষাঘাতে
তাও এক সময় মিশে যায় তটে
কুয়াশার চাদরে বুনা রূপালী সকাল
নুড়ি পাথড়ের উপর জমে পলির প্রলেপ
কখনো ঝিনুক থেকে গড়িয়ে পরে রূপালী মুক্তা
স্বর্ণালী দুপুর ঝিলিক দেয়
এক পলক কিংবা তারও বেশি
অপরাহ্নের দীর্ঘ ছায়া
ধিরে ধিরে পাশ কাটে রাত্রির পথে
প্রকৃতির নিয়ম
তবু বয়ে চলে জীবনের তরি
পাল হীন হাল ছাড়া নাবিক
সময়ের স্রোতে ভাসে
ভেসে যায় ভাটির টানে
ফিরে চলে মোহানার পানে
পরে থাকে কিছু বিষণ্ণ স্মৃতি
ধূসর শূন্যতায় ভাসে আবেগী সুখ
বিন্দু বিন্দু করে জমে উঠা বাস্পীয় প্রেম
উড়ে যায় করপুরের মত
সম্পর্কের সুতা কেটে পালায় উড়ন্ত ঘুড়ি
বেওয়ারিশ লাশ হয়ে পরে থাকে নাটাই
এইতো শেষ
এখানেই জীবনের যবনিকা পাত
উত্তরা ।। ২০ মে ।। ২০১৪