প্রজাপতি ও পাখির স্বপ্ন
অরণ্য আবীর
রঙিন ডানায় উড়ে যাবি তুই বহুদেশ বহু দূর
আমার কথা পরবে কি মনে যখন হবে ভোর
উড়ে উড়ে তুই ঘুরে বেড়াবি এদেশ থেকে ওদেশ
রঙ বেরঙের ডানা মেলে দিয়ে ধরবি নতুন বেশ
ঘুরে ঘুরে তুই একটা সময় যখন হবি ক্লান্ত
থাকবি শুয়ে প্রাসাদ ভুঁইয়ে শরীর হবে শ্রান্ত
তোর দুটি চোখ ঘুমিয়ে রবে গভীর নিঝুম রাতে
আমায় নিয়ে স্বপ্ন দেখিস তখন কোন প্রাতে
দেখিস আমি পাখি হয়ে উড়ছি আকাশ মাঝে
রাতের আকাশ তারার আলোয় ভরবে নতুন সাজে
তখন কি তুই আমার সাথে উড়বি আকাশ পানে
তুই না এলে হারিয়ে যাব গহীন নিঝুম বনে
উত্তরা ।। ৫ মে ।। ২০১৪