বুবু টিভি পর্দায় হোক আর মোবাইলে হোক, ৬৪ জেলার মধ্যে ৬২টা জেলার রাস্তার চিত্র দেখেন। আশা জাগানো, হ্রদস্পন্দন বাড়ানোর মত মানুষের ঢল। তাদের হাতের মুষ্ঠিবদ্ধ ছবি দেখলে আপনার পা কাপবে। রক্তের ছবি দেখলে জ্ঞান হারাবেন। ওদের মুখে হাসির ছবি দেখলে কাঁদবেন।
এটাই গণমত, সবাই সহমত। এটাই গণভোট, এটাই গণতন্ত্রের অর্জন। এটার জন্যে কোন তাহাজ্জুতি ভোট বা প্রচারনার দরকার হয়নি। এটার জন্যে মিডিয়াকে জিম্মি করতে হয়নি। সারা দেশবাসীর এ প্রতিক্রিয়া অকৃত্রিম। বিশ্বকে আর দেখানোর প্রয়োজন নেই ৪০% বা ৪৪% ভোট পড়েছে। বিশ্ব জেনেছে, আপনার জনপ্রিয়তা তলানীতে ঠেকেছে। আপনার অত্যাচার আকাশ ছুয়েছে, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।
এক ছেলে আপনার পোষা কুত্তালীগের গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েছে, তার মাথা কোলে নিতে দশ হাত এগিয়ে গেছে। আপনার জন্যে কেউ নেই। আপনার মন্ত্রিরা হয় দেশ ছেড়েছে, না হয় সেফ হাউজে গেছে।
জোর করে পিড়িত হয়না। সত্য আর প্রতিভা কখনও চাপা থাকে না। পাপ তার বাবকেও ছাড়ে না। যদি অন্যায়ের বিচার করতেন, যদি আইনের শাষণ প্রতিষ্ঠা করতেন, যদি ভারত প্রীতি না দেখাতেন, যদি দেশের টাকা পাচার না করতেন, আজ রাস্তায় যাদেরকে দেখছেন, সবাই আপনার পক্ষেই নামত। সবাই তাহাজ্জুতের নামাজে আপনার জন্যে দোয়া করত।
এত মানুষ আপনার বিরুদ্ধে যে, গণভবনের যে মাছের পুকুর আপনার আছে, যেখানে বসে মাছ মারেন, তাদের থু থু দিয়ে সেই পুকুর ভরিয়ে দেয়া সম্ভব।
আপনি আর পোষা বাহিনী যত বিলিয়ন বিলিয়ন ডলার নয় ছয় করেছেন, সব দিয়েও সন্তানহারা মায়ের চোখের পানির দাম হবে না। কি করলেন জীবনে? সব জেনে বুঝে কেন চুপ ছিলেন? আর রক্ত নিয়েন না, আর কারো বুক খালি করবেন না, সসম্মানে গণমতে সায় দিন, গদি ছাড়ুন।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৩